পিঁপড়া তাড়াবেন যেভাবে

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৭ এএম, ১০ জুন ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

পিঁপড়ার উপদ্রব থেকে রেহাই পেতে চাইলে ঘর পরিষ্কার রাখতে হবে সবসময়। তারপরেও পিঁপড়া দূর না হলে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন।

 

  • ৩/৪ কাপ গরম পানিতে ১ টেবিল চামচ বোরাক্স মিশিয়ে নিন। ১/৪ কাপ চিনি মেশান। তুলার টুকরা দ্রবণে ডুবিয়ে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে রেখে দিন। পিঁপড়া দূর হবে। বাকি দ্রবণ মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করতে পারেন।
  • স্প্রে বোতলে ১ কাপ ভিনেগার নিন। সমপরিমাণ পানি মেশান। ভালো করে ঝাঁকিয়ে পিঁপড়া যেখানে বেশি দেখা যায় সেখানে স্প্রে করুন।

 

  • একটি পাত্রে সমপরিমাণ বেকিং সোডা ও গুঁড়া চিনি মেশান। পিঁপড়ার বাসার আশেপাশে ছিটিয়ে দিন। পিঁপড়া দূর হবে।
  • দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিলেও পিঁপড়া দূর হবে।

আপনার মতামত লিখুন :