বিপিএলে দল নির্ধারিত হয়েছে দেশি ২৮ ক্রিকেটারের

স্টাফ রিপোর্টারঃ>>>
শুরু হয়ে গেছে বিপিএলে ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ড্রাফটে
এখন পর্যন্ত নির্ধারিত হয়েছে ২৮ দেশি ক্রিকেটারের ভাগ্য।
এই ২৮ ক্রিকেটার কে কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন, সেটি তুলে ধরা হলো—
১ সোহাগ গাজী (রংপুর রাইডার্স)
২. সৌম্য সরকার (রাজশাহী কিংস)
৩. মোসাদ্দেক হোসেন (চিটাগং ভাইকিংস)
৪. মোহাম্মদ আল আমিন (খুলনা টাইটানস)
৫. আফিফ হোসেন (সিলেট সিক্সার্স)
৬. আবু হায়দার (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
৭. শফিউল ইসলাম (রংপুর রাইডার্স)
৮. জহুরুল ইসলাম (খুলনা টাইটানস)
৯. জিয়াউর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
১০. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স)
১১. নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস)
১২. আবু জায়েদ (চিটাগং ভাইকিংস)
১৩. ফজলে রাব্বি (রাজশাহী কিংস)
১৪. শরিফুল ইসলাম (খুলনা টাইটানস)
১৫. ফরহাদ রেজা (রংপুর রাইডার্স)
১৬. আরাফাত সানি (রাজশাহী কিংস)
১৭. সৈয়দ আহমেদ (চিটাগং ভাইকিংস)
১৮ আল আমিন হোসেন (সিলেট সিক্সার্স)
১৯. রনি তালুকদার (ঢাকা ডায়নামাইটস)
২০. তাইজুল ইসলাম (খুলনা টাইটানস)
২১. মেহেদি হাসান (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
২২. এনামুল হক (কুমিল্লা ভিক্টোরিয়ানস)
২৩. রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস)
২৪. শুভাগত হোম চৌধুরী (ঢাকা ডায়নামাইটস)
২৫. তৌহিদ হৃদয় সিলেট সিক্সার্স)
২৬. নাঈম হাসান (চিটাগং ভাইকিংস)
২৭. আলাউদ্দিন বাবু (রাজশাহী কিংস)
২৮. মেহেদী মারুফ (রংপুর রাইডার্স)
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com