যাত্রাবাড়ী থেকে গ্রেফতার দুই জঙ্গি !

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>>

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. মাসুম হাওলাদার ও তারেক আহম্মেদ সোহেল নামে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। সোমবার রাতে যাত্রাবাড়ীর রেললাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক শাহাবুদ্দিন খান এই তথ্য জানিয়ে বলেন, ‘গ্রেফতার দুজনের কাছ থেকে জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।’

আপনার মতামত লিখুন :