স্পিকার-সিইসি বৈঠক, তফসিল আজ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে। এই নির্বাচনে ভোটারসংখ্যা ৩৪৮ জন বলে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গতকাল বুধবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এবং দুজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনের খসড়া তফসিল, ভোটার তালিকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সংসদ সচিবালয় ও সংসদের কী ধরনের সাহায্য-সহযোগিতা কমিশন পেতে পারে তা নির্ধারিত আছে। এ বিষয়ে আলোচনার জন্য তাঁরা এসেছিলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের খসড়া তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আলোচনা করেছেন। কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, ইসির চাহিদা অনুযায়ী ভোটার তালিকা সংসদ সরবরাহ করেছে। ওই তালিকায় ভোটার হিসেবে ৩৪৮ জন সংসদ সদস্যের তালিকা দেওয়া হয়েছে। দুজন সংসদ সদস্যের মৃত্যুর কারণে দুটি আসন শূন্য রয়েছে।

মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। ফলে সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হতে হবে।

এ বিষয়ে স্পিকার জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের সপ্তম ধারায় বলা আছে—নির্বাচনী কর্মকর্তা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। প্রার্থী একজন হলে এবং পরীক্ষায় তাঁর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচনের জন্য তাঁদের নাম ঘোষণা করবে ইসি।

প্রার্থী ঠিক করবে মনোনয়ন বোর্ড : আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করবে দলের মনোনয়ন বোর্ড। আর নির্বাচনের তারিখ ও সিডিউল নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রাজধানীতে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে গত সোমবার আইনমন্ত্রী বলেছিলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। এসংক্রান্ত প্রশ্নের জবাবে গতকাল তিনি বলেন, ‘আমার কাছে তথ্য ছিল, তাই বলেছি। তবে তারিখ ঠিক করে শিগগিরই নির্বাচন কমিশন আপনাদের জানাবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দলের নীতিনির্ধারকরা নিশ্চয় বসবেন এবং মনোনয়ন দেবেন। এটার ব্যাপারেও একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি অনুসরণ করেই বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করবে। দলের একটা মনোনয়ন বোর্ড রয়েছে। তারা প্রার্থী চূড়ান্ত করবে। প্রধানমন্ত্রী ওই বোর্ডের সভাপতি। বর্তমান রাষ্ট্রপতি আরেকবার থাকবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই মেয়াদে থাকতে পারবেন। এটা সংবিধানে আছে। তবে মনোনয়ন বোর্ড কাকে মনোনয়ন দেবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, শিগগিরই এই আইন করা হবে। সংসদে উঠবে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে তিনি বলেন, সব নিয়োগই হবে। প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

আপনার মতামত লিখুন :