সংবাদে সমাজ, কলমে কল্যাণ: ১৭ বছরে ‘দৈনিক ফেনীর সময়’
📜 দৈনিক ফেনীর সময়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🕊️
ফেনীর সংবাদপত্র জগতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলো “দৈনিক ফেনীর সময়“। ২০০৭ সালে যাত্রা শুরু করে পত্রিকাটি দীর্ঘ ১৭ বছর ধরে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে স্থানীয় সংবাদ পরিবেশন করে আসছে। এই দীর্ঘ পথচলায় পত্রিকাটি হয়ে উঠেছে ফেনীবাসীর প্রাত্যহিক তথ্যের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম।
📌 সম্পাদক ও প্রকাশক মোঃ শাহাদাত হোসেন— একজন সুদক্ষ সংবাদকর্মী, যিনি সাংবাদিকতা পেশাকে শুধু কাজ হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, আপোষহীন সম্পাদকীয় নীতিমালা ও সাহসী সাংবাদিকতা “দৈনিক ফেনীর সময়”-কে আজ এই উচ্চতায় নিয়ে এসেছে।
🗞️ “দৈনিক ফেনীর সময়” শুধু সংবাদ পরিবেশনেই থেমে থাকেনি— এই পত্রিকার মাধ্যমে ফেনীর শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, উন্নয়ন ও নাগরিক সচেতনতার বিষয়গুলো উঠে এসেছে ধারাবাহিকভাবে।
পত্রিকাটির অনলাইন ভার্সনও আজকের প্রজন্মের হাতে তুলে দিয়েছে তথ্যের স্বাধীনতা ও আধুনিকতার ছোঁয়া।
🎉 ১৭ বছরের এই গৌরবময় অর্জন শুধু পত্রিকার নয়, বরং ফেনীর সকল সংবাদপিপাসু মানুষের অর্জন। এই অর্জনের নেপথ্যে যারা কলম হাতে, ক্যামেরা কাঁধে কিংবা সম্পাদনার কক্ষে নিরলস পরিশ্রম করে গেছেন— তাঁদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।
🔖 আমরা আশা করি “দৈনিক ফেনীর সময়” সামনের দিনগুলোতেও আরও বলিষ্ঠ, গ্রহণযোগ্য ও গণমানুষের কণ্ঠস্বর হয়ে সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।
১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে “দৈনিক ফেনীর সময়”-এর সকল সাংবাদিক, কলাকুশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
শুভ হোক আগামী পথচলা।
জয় হোক ন্যায়ের, জয় হোক সত্যের।
সভাপতি- সোনাগাজী প্রেসক্লাব, ফেনী।


