রাজনৈতিক কর্মী দমনেই একের পর এক গায়েবি মামলা: মির্জা ফখরুল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১২ এএম, ২৩ অক্টোবর ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

রাজনৈতিক কর্মী দমনেই সরকার ‘গায়েবি মামলা’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দলের প্রয়াত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকনের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

 

তিনি বলেন, আজকে যখন তারা গণতান্ত্রিক সব অধিকার থেকে বঞ্চিত, যখন তাদের সভা বা একটা বৈঠকও করতে দেওয়া হচ্ছে না, তখন রাজনৈতিক কর্মীদের প্রতিনিয়ত হয়রানির উদ্দেশ্যেই সরকার গায়েবি মামলা করে চলেছে একের পর এক।

 

পুলিশি বাধায় লেবার পার্টির সমাবেশ বন্ধ: মাওলানা আবদুল মতিন প্রতিষ্ঠিত বাংলাদেশ লেবার পার্টির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত নাগরিক সমাবেশ শুরুর আগেই পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সোমবার সকাল সোয়া ১০টায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে পুলিশ লেবার পার্টির নেতাকর্মীদের বের করে দিয়ে মিলনায়তনে তালা লাগিয়ে দেয়। পুলিশ কর্মকর্তারা জানান, তাদের অনুমতি ছাড়াই এ সমাবেশ করা হচ্ছিল।

 

লেবার পার্টির এ সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

এ প্রসঙ্গে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার সকাল ১০টায় তাদের এ সভা হওয়ার কথা ছিল। কিন্তু রোববার রাতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের মিলনায়তন বরাদ্দ বাতিল করে। এর পর তারা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সভার আয়োজন করেন। এ জন্য মহানগর পুলিশের অনুমতি আগেই নিয়ে রাখা হয়েছিল। এ সময়ে তিনি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ।

আপনার মতামত লিখুন :