সালাহউদ্দিন আহমদকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের আদালত।

স্টাফ রির্পোটারঃ>>>>>>
অনুপ্রবেশের অভিযোগে ভারতের শিলংয়ে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত।
আজ শুক্রবার শিলংয়ের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
২০১৫ সালের মার্চে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর মে মাসে ভারতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয় সালাহ উদ্দিন আহমেদকে। এরপর শিলংয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। মেঘালয়ের সিটি থানায় তাঁর বিরুদ্ধে করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন প্রদান করেন আদালত। আদালত সালাহ উদ্দিন মেঘালয়ের বাইরে যাওয়া যাবেনা এমন শর্তে জামিন দেন।
জামিন পেয়ে সালাহউদ্দিন আহমেদ শিলংয়ে একটি গেস্ট হাউস ভাড়া থাকতে শুরু করেন। সেখান থেকেই তিনি তাঁর বিরুদ্ধে করা মামলা চালিয়ে যান। শিলংয়ে চিকিৎসাও চালিয়ে যান বিএনপির এই নেতা।
সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা হলেও তাঁর পরিবারের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে।