মহামারির ত্রাণ বিতরণের সময় হামলা: ফেনীতে এলডিপি নেতার ওপর নির্যাতনের অভিযোগ
ফেনীর একাডেমী এলাকায় মহামারির ত্রাণ বিতরণের সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর স্থানীয় নেতা তালুকদার মাহফুজুর রহমান শরীফের ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা এলডিপির ত্রাণ বিতরণ কার্যক্রমকে ‘শো-অফ’ বলে আখ্যা দিয়ে শরীফকে হুমকি ও মারধর করে প্রভাবিত করার চেষ্টা করে।
১৫ জানুয়ারি রাতে শহরের একাডেমী এলাকা থেকে ত্রাণ বিতরণ শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে মিজান রোড এলাকায় ছয় থেকে সাতজন আওয়ামী লীগ কর্মী তিনটি মোটরসাইকেলে এসে তাঁর রিকশা থামিয়ে হকি স্টিক ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনদিন চিকিৎসার পর ১৮ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
ফেনী মডেল থানার একজন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী—
এই ধরনের ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত। অভিযোগ পেয়েছি, তবে প্রাথমিক তদন্তে সরাসরি সংঘর্ষ বা অপরাধের প্রমাণ মেলেনি। বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
থানা থেকে ফেরার পর অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন মিস্টার ফোনে শরীফকে হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
নিরাপত্তার অভাবে শরীফ বর্তমানে তাঁর পরিবারসহ ছাগলনাইয়া ও দাগনভূঁইয়ার শরীফপুরে অবস্থান করছেন। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।



