তরুণীকে ধর্ষণের পর হত্যা: পাথরঘাটা ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>>

বরগুনার পাথরঘাটায় তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ লুকানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে সোমবার (১৩ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।

বাংলাদেশ ছাত্রলীগের সাভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধার সম্পাদক মো. জাকির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া চার ছাত্রলীগ নেতারা হলেন- পাথরঘাটা উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ, সাদ্দাম হোসেন (ছোট্ট), সভাপতি রুহি আনাল ডানিয়েল ও সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম রায়হান।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বলেন, ‘পাথরঘাটায় তরুণী ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া চার ছাত্র নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করে জেলা ছাত্রলীগ। এ ঘটনা আমলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে বহিষ্কার করেন। কারও কোন ব্যক্তিগত বিষয় বা অপরাধ ছাত্রলীগ কখনও তার দায়ভার নেবে না।’

আপনার মতামত লিখুন :