রেকর্ড ছুঁয়ে স্বরূপে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক:>>>
এক বল আগে রিভিউ নিয়ে বেঁচে যান উপুল থারাঙ্গা। পরের বলে স্টাম্প উড়িয়ে তার প্রতিরোধ ভাঙেন মোস্তাফিজুর রহমান। সেই সঙ্গে গড়ে ফেলেন বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ উইকেট নেয়ার রেকর্ড। ধূমকেতুর মতো বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাব মোস্তাফিজুর রহমানের। ক্যারিয়ারের প্রথম বছরেই আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের সম্মান অর্জন করেন। তবে হঠাৎ করেই ঘটে ছন্দ পতন।
ইনজুরি ছিটকে ফেলে মাঠের বাইরে। প্রায় ১ বছর মাঠের বাইরে থেকে ফিরে হয়ে থাকেন অচেনা। কিন্তু সব শঙ্কা উড়িয়ে আবারো গতি পেয়েছে তার বোলিং। রেকর্ডটির হাতছানি ছিল সামনে বেশ কিছুদিন থেকে। আগের ম্যাচেও রেকর্ডটি ছোঁয়ার প্রবল ইচ্ছায় নিজে থেকে বোলিং চেয়ে নিয়েছিলেন। তবে উইকেটের দেখা পাননি। শেষ পর্যন্ত গতকাল ফাইনালে মাইলফলক স্পর্শ করলেন। এ কীর্তি গড়তে তার খেলতে হয়েছে ২৭ ম্যাচ। তার আগে ৩২ ম্যাচে ৫০ উইকেট নিয়ে দেশের পক্ষে রেকর্ড ছিল আবদুর রাজ্জাকের। পেসারদের মধ্যে দ্রুততম ছিলেন আরেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। তিনি ৩৯ ম্যাচে ছুঁয়েছিলেন ৫০ উইকেট। শুধু তাই নয়, এ রেকর্ডে মোস্তাফিজ জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনুসসহ আরো তিন পেসারের পাশে।
গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে ৪৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে নেমেছিলেন মোস্তাফিজ। টসে জিতে ব্যাট করতে নেমে লঙ্কানদের পক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ওপেনার উপুল থারাঙ্গা। শেষ পর্যন্ত উইকেট গুঁড়িয়ে দলকে স্বস্তি এনে দেন কাটার মাস্টার। তার প্রথম শিকার ছিলেন রোহিত শর্মা আর ৫০তম শিকার হলেন থারাঙ্গা। ওয়ানডে ক্রিকেটে মোস্তাফিজের শুরু হয়েছিল স্বপ্নের মতো। ২০১৫ সালের ১৮ই জুন ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৫ ও পরের ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিতে পারেননি আর কোনো ক্রিকেটার। নবম ম্যাচে আবার পান ৫ উইকেট। মাঝে চোটের ছোবলেও ৪২ উইকেট নিয়ে ছিলেন ১৮ ম্যাচে।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিটা কেটেছে দুঃস্বপ্নের মতো। চার ম্যাচে উইকেট নিতে পেরেছিলেন মাত্র একটি। পরের ৮ উইকেট নিতে তাই লেগে গেল ৯ ম্যাচ। কিন্তু নতুন বছর শ্রীলঙ্কার ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে দেশের মাঠে তিনি ফিরেছেন স্বরূপে। গতকাল ১০ ওভার বল করে ২৯ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তার শিকার ৭ উইকেট।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



