টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে আনন্দে যা বললেন বিপিএল মাঁতানো আরিফুল
স্পোর্টস ডেস্ক:>>>
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে সুযোগ পাওয়া আরিফুল বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন। দলটির প্র্যাকটিসে থেকেই কোচ খালেদ মাসুদ পাইলটের মাধ্যমে জাতীয় দলে সুযোগ পাওয়ার সুসংবাদ পান তিনি।
জাতীয় দলে সুযোগ পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত আরিফুল বলেন, আমি আসলে প্র্যাকটিসে ছিলাম। পাইলট ভাই আমাকে বললেন, তুমি জাতীয় দলে সুযোগ পাচ্ছ। শুনে ভালো লাগছে। চেষ্টা থাকবে সেরাটা খেলার।
জাতীয় দলে সুযোগ পাওয়াটা প্রত্যাশিত ছিল কিনা জানতে চাইলে এ অলরাউন্ডার বলেন, ’আমি আসলে টি-টোয়েন্টি দল ঘোষণার অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস ছিল টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া নিয়ে। আমাকে যেহেতু সুযোগ দিয়েছে, এই সুযোগ হারাতে চাই না। শুধু টি-টোয়েন্টিই নয় আমি বাংলাদেশের হয়ে সব ফর্মেটে খেলতে চাই।’
তিনি আরো বলেন, ’বিপিএলই আমাকে লাইম লাইটে নিয়ে এসেছে। এর থেকে ফোকাস আর কোন টুর্নামেন্টে হয় না। বিপিএলের গত দুই আসরে ভালো খেলার ফল হিসেবে আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি।’
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



