শেষটা ভালো করতে চায় বাংলাদেশ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। আর তাই শেষটা ভালো করতে চায় বাংলাদেশ। শুরুটা আলোর মত ঝলমলেই ছিল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ দুই দলকেই নাস্তানাবুদ করে ছেড়েছিল স্বাগতিকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৮ উইকেট আর ৯১ রানের বড় দুটি জয়। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের বিশাল জয়। তখনো কে জানত, এক মাস পর এই দলটাই হারতে হারতে অসুখী এক পরিবার হয়ে উঠবে!

বিপর্যয়ের শুরুটা শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি দ্বিতীয় ম্যাচ দিয়ে। মিরপুরে ৮২ রানে অলআউট হওয়ার লজ্জার পর ১০ উইকেটের হার। এরপর সব ফরম্যাট মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিই বাংলাদেশ হেরেছে, একটি টেস্ট হয়েছে ড্র।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ে চোট নিয়ে ছিটকে গেলেন সাকিব আল হাসান। যেন ছিটকে গেল পুরো দলটাই ! ফাইনালে বাংলাদেশ আরেকবার ট্রফি বিসর্জন দেয় শ্রীলঙ্কার কাছে।

সাকিবকে ছাড়া মাহমুদউল্লাহর দল চট্টগ্রামে প্রথম টেস্ট তবুও ড্র করেছিল দারুণ লড়েই। তবে ঢাকায় দ্বিতীয় টেস্ট হেরে যায় আড়াই দিনেই, খোয়ায় সিরিজও।

আর প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ১৯৩ রানের রেকর্ড গড়ার পরও বাংলাদেশ আরেকটি পরাজয় সঙ্গী করে বোলারদের ব্যর্থতায়। তাতে আত্মবিশ্বাসের ভিতটা নড়বড়ে হয়ে যায় আরও।

রোববার বিকেল পাঁচটায় সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটাই বাংলাদেশের শেষ সুযোগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবার এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। পাহাড়ের কোলে নয়নাভিরাম এই মাঠে নিজেদের ‘অভিষেক’টা জয়ে রাঙানোর হাতছানি বাংলাদেশের সামনে। হতাশার সিরিজের শেষটাও ভালো করার সুযোগ।

বাংলায় একটা কথা আছে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ম্যাচটা জিতলে হয়তো সব ভালো হয়ে যাবে না। তবে সান্ত্বনার একটা জয় তো অন্তত পাওয়া যাবে। শেষটা রঙিন হবে বাংলাদেশের? এই প্রত্যাশা সবার

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :