ফেনী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ২০১৮
শহর প্রতিনিধি>>
আজ ফেনী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফেনী সদর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বেলা দুপুরে দিকে মরহুম খায়রুল অানোয়ার পেয়ারু জিমনেশিয়ামে ফেনী সদর উপজেলার ৯২ টি স্কুল,কলেজ ও মাদ্রাসার জন্য এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ অাসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়ের সভাপতিতত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর অালম সরকার, স্থানীয় সরকার উপ পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল অালম মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান অাবদুর রহমান বি কম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অামির হোসেন বাহারসহ আরো িবভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



