ফেনীতে ব্রাজিল ফ্যানদের মিলনমেলা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৭ পিএম, ১২ মে ২০১৮

শহর প্রতিনিধি:>>>

বিশ্বকাপ ফুটবলের ৫ বারের চ্যাম্পিয়ন তারকা দল ব্রাজিল এর ফ্যানরা শুক্রবার ফেনীতে দিনভর আনন্দ-আড্ডায় মেতে উঠে। আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের হেক্সা জয়ের মিশনে শহরের রেডিক্স হোটেল এর হল রুমে ব্রাজিল সমর্থকদের আয়োজনে এ আড্ডায় দেড় শতাধিক ফ্যান অংশ নেয়। নেইমার-পেলে-রোনালদো-রোনালদিনহোকে নিয়ে গর্ব করেন তারা। দুপুরে খাওয়া শেষে সবাই মেতে উঠে আড্ডায়। আড্ডায় অংশ নিয়ে ব্রাজিল সমর্থক হওয়ার কারণ তুলে ধরেন তারা। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম ভূঞা, এস.আলম সবুজ ও তুর্য হাসান। রাসেল আল তাহসিনের সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন ব্রাজিল ফ্যান নুর করিম করিম জাবেদ এবং আয়োজক মিনহাজ উদ্দিন মাহমুদ, সালমান, ইমন, রাফিন, আমিরুল সহ অনেকে।
এরপর কেক কেটে একে অপরকে খাইয়ে উৎসব উৎযাপন করে তারা। অনুষ্ঠানে ব্রাজিলের অংশগ্রহনে বেশ কয়েকটি ঐতিহাসিক ম্যাচ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী চট্টগ্রামের অয়ন আলমকে পুরস্কৃত করা হয়। পরে ব্রাজিল সমর্থকরা শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হয়।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :