রাশিয়ায় বিশ্বকাপ দেখতে হলে…

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩২ এএম, ২২ মে ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>>

 

সপ্তাহ তিনেক পরেই মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ।

কিন্ত উত্তেজনার পারদ এখনই তুঙ্গে। মাঠের লড়াই শুরু হওয়ার আগে শুরু হয়ে গেছে ফ্যানদের কথার লড়াই। ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপ সরাসরি মাঠে বসে উপভোগ করার জন্য অনেকেই শুরু করেছেন ব্যাগ গোছানো।

কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিবেশের একটি দেশে সহজে খাপ খাইয়ে নেওয়াও কিন্তু সহজ নয়।

বিশ্বকাপ উপভোগ করার সময়ে রাশিয়াতে সহজে খাপ খাইয়ে নেওয়ার উপায় বাতলে দিচ্ছে ‘দৈনিক আমাদের সময়’ স্পোর্টস ডেস্ক।

ব্রাজিলিয়ান ওয়েবসাইট গ্লোবোর মতে ঠাণ্ডা তাপমাত্রা, সোভিয়েত স্টাইলের ভবন, নিম্ন-মানের ওয়াইফাই সুবিধা এবং কড়া নিরাপত্তা- এমন বিষয়গুলো মস্কোতে আপনার চোখে ধরা পড়বেই
।এ ছাড়া রাশিয়ায় গেলে আপনাকে মেনে চলতে হবে দেশটির কিছু প্রথা। হ্যাঁ-না’ এর তালিকায় আরও আছে শূন্যে বোতল ছোড়া, টেবিলে খালি বোতল ফেলে আসা ও দরজায় জোরে ঝাঁকুনি দেওয়ার মতো নিষেধাজ্ঞা।গ্লোবো সতর্ক করেছে, আপনি যখন রাশিয়ায় কারো বাসায় প্রবেশ করবেন, অবশ্যই মনে করে আপনার জুতা জোড়া খুলে রাখবেন।
কারো সঙ্গে হাত মেলানোর আগে অবশ্যই পরিধেয় গ্লাভস জোড়া খুলে ফেলতে হবে।ব্রাজিলের লিয়ান এ ওয়েব সাইটটির মতে আরও একটি ব্যাপারে সতর্ক থাকা উচিত, রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকাই শ্রেয় এবং কারো পরিবার নিয়ে হাঁসি-তামাশা করা যাবে না। রাশিয়ানরা এগুলো অপছন্দ করে না। আর এসব করলে আপনি সমস্যায়ও পড়তে পারেন।খাবারের ব্যাপারে বলা হয়েছে সতর্কতার সঙ্গে পান করুন, আর রাশিয়ান ট্র্যাডিশনাল ক্যাভেজ স্যুপ খেতে পারেন।
এছাড়া চলাফেরার ব্যাপারে বলা হয়েছে, আপনি যখন বাসে কিংবা ট্রেনে চড়বেন আপনার থেকে বয়সীদেরকে আসন ছেড়ে দিন।গ্লোবোর ভাষ্যমতে রাশিয়া খুব দূরের দেশ নয়, তবে পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় এটা সম্পূর্ণ ভিন্ন। তাই খেলা দেখতে গেলে একসঙ্গে থাকা উচিত এবং আঞ্চলিক নিয়মকানুন বোঝার জন্য একজন গাইড রাখাও প্রয়োজন।
তবে অবশ্যই রাশিয়ার জাতীয় পানীয় ভদকা খেতে কখনো ভুলবেন না।গাঁটের পয়সা খরচ করে খেলা দেখতে যাবেন অবশ্যই নিয়ম কানুন মেনে চলা উচিত।
অল্প কদিনের জন্য বিশ্বকাপ দেখতে গিয়ে অযথা ঝামেলায় পড়াটা কিন্তু দূর্ভাগ্যেরও বটে। তখন ‘আমও যাবে ছালাও যাবে’ এমন অবস্থা হবে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :