সিরিজ এ বাকি রইল হোয়াইটওয়াশ !

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৫ এএম, ০৬ জুন ২০১৮

স্পোর্টস ডেস্ক :

সিরিজ জয়ের প্রত্যয় নিয়ে দেশত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি ভারত দেরাদুনে আফগানিস্তানদের সাথে লড়াই করতে পারে না সাকিব আল হাসানের দল

প্রথম টি-টোয়েন্টি ৪৫ রানে হারের পর ৬ উইকেট হারিয়ে তিন ম্যাচের সিরিজে টায়গাররা এখন কেবল হোয়াইটওয়াশ হয়েটাই বাকি

রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠান প্রথম ম্যাচটি টস জয়ী বাছাই করা বেছে নেয় বাংলাদেশ দলপতি; ভাগ্য সহায় না একই মাঠে গতকাল টসভাগে হাসেন সাকিব এখন গ্রহণ করা বাট; কিন্তু তাও ভাগ্য দাবলে না রশিদ খান রহস্যের অপেক্ষায় চলছে না কোন ভাবেই

প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে এই লেগ স্পিনারের ১২ রানের ইনিংসটি ৪ উইকেটে নিয়েছিল। উইকেটে চারটিও একবার দেখেছেন  তামিম (৪৮ বলে ৪৩, বোল্ড), সাকিব (৭ বলে ৩, ক জাদরান), সউমাই (৯ বলে ৩, কয় আসগর) এবং মোসাদ্দেক (প্রথম বললে এলবিডবি ø উ)। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন একশ পেরিয়েছে তখনই আসছে রশিদ পরের ওভারে সওমাইককে সেরূপ এক ওভারে তুলে নেন সাকিব, তামিম ও মোসাদ্দেককে ৪ উইকেটে ১০১ থেকে 8 উইকেটে ১০৮ রান স্কোরবোর্ড আবু হায়দার (১৪ থেকে ২১) ক্যামিভ স্কোরটা দাঁড়ায় ৮ উইকেট ১৩৪ । মুজিব কোন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫  রান, নবম ১৯  টি রান ২ টি।

মমলী রান চড়া করতে 1১৮.৫ ওভার খেলা অনুষ্ঠিত হলেও জয়ের পথেই আফগানরা 38 রানে উদ্বোধনী জুটির পর রানের গতি কমে আসলেও উইকেট রক্ষার পাশে অগ্রসর থাকা হোস্টরা। রুবেলকে ১৯ তম ওভারে দুটি করে ছক্কা-চারে ২0 রান করে মোহাম্মদ নবী (১৫ বলে ৩১)। আফগানিস্তান ৪১ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন সামিউল্লাহ শেনওয়ারি।

একই মাঠে আগামীকাল অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ

বাংলাদেশ: ২0 ওভার ১৩৪/৮
আফগানিস্তান: ১৮.৫ ওভার ১৩৫/৪
ফল: আফগানিস্তান৬ উইকেটে জয়ী
সিরিজ: আফগানিস্তান ২-0 ব্যবধানে এগিয়ে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :