মেসিকে নিয়ে তার মায়ের স্বপ্ন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২০ পিএম, ২১ জুন ২০১৮

অনলাইন ডেস্কঃ>>>

লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। সমর্থকরা চান, ৩২ বছরের সকল আক্ষেপ ঘুচিয়ে মেসি তাদের জন্য শিরোপা এনে দেবেন । যদিও এখন অবধি জাতীয় দলের হয়ে এই তারকার বড় কোনো সাফল্য নেই বললেই চলে।এটি তার নিজের ও এক টি আক্ষেপ

 

মেসিকে ঘিরে তার মা সেলিয়া কুচিত্তিনি বলেন, ‘

বিশ্বকাপ জিততে যে মানুষটা সবচেয়ে বেশি মরিয়া সে হলো আমার সন্তান মেসি, ও খুব ভাগ্যবান যে অনেক মানুষের ভালোবাসা ওর সাথে আছে। আর এই ব্যাপারটাকে ও যথেষ্ট গুরুত্বও দেয়। আমি ওকে অনেক সাধনা করতে দেখি এই ফুটবল নিয়ে। ওর স্বপ্ন বিশ্বকাপ জিতে ঘরে ফেরা। এটা ওর অনেকগুলো বড় স্বপ্নের মধ্যে একটি। এই স্বপ্ন আমি নিজেও দেখি আমার ছেলে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরে আসুক।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :