আমার জীবনের কোন কিছুই সহজ ভাবে হয়নি : নেইমার
স্টাফ রিপোর্টারঃ>>>
গতকাল কোস্টারিকার বিপক্ষে নাটকীয় জয়ে আনন্দে কান্না ধরে রাখতে পারেননি ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। তিনি বলেন, আমার জীবনে কখনও কিছুই সহজ ছিল না, তাই এখন সব কিছু ঠিক আগের মত এক’ই ভাবে চলছে।
চোট কাটিয়ে বিশ্বকাপে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে অনেক কষ্ট করতে হয়েছে বলে জানান তিনি।
সেন্ট পিটার্সবার্গে শুক্রবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরো ৯০ মিনিট বার বার আক্রমন করে গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের গোলে কোস্টারিকাকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল।
ফিলিপে কুতিনহো ১-০ গোলে দলকে এগিয়ে নেয়ার পর শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ার ফলে জয়টা খুব প্রয়োজন ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
খেলাশেষে কাঁদতে দেখা যায় বিশ্বের সবচেয়ে অন্যতম দামী এই ব্রাজিল তারকাকে। এই কান্নার ব্যাখ্যা দিয়েছেন ২৬ বছর বয়সী নেইমার।
ব্রাজিলের এ ফরোয়ার্ড বলেন, এখানে আসতে আমি কিসের মধ্য দিয়ে গেছি তা সবাই জানে না। এই কান্নাই আমার আনন্দ, সমস্যা কাটিয়ে ওঠা ও জয় পাওয়ার আকাঙ্ক্ষার।
এক ড্র ও এক জয়ে দুই ম্যাচে ‘ই’ গ্রুপে ব্রাজিলের পয়েন্ট ৪। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



