দুর্ভাগ্য জয় জার্মানির
স্টাফ রিপোর্টার:>>>
দুর্যোগের জন্য অপেক্ষা করতে হবে কিছু মনে করলো না সেটি কিন্তু ম্যাচে একেবারে শেষ মুহুর্তে টসি ক্রুজ আর মার্কো রৌস বুদ্ধিমানের সেই জট খোলা হয়েছে। জয় পেল সুইডেনের বিপক্ষে
দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় দেওয়া পাঁচ মিনিট সাড়ে চার মিনিট শেষ হয়েছে বাম প্রান্তে সুইডিশ ডি-বক্সের ফুট দুয়েক বাইরে ফ্রি-কিক পেল জার্মানি ১-১ গোলে সমতা চলছে। শেষ কিক এটিই যে কোন মুহুর্তে বাজবে শেষ বজির নিজেদের বিশ্বকাপ স্বপ্নের মৃত্যু দেখে ফেললেন অনেক জার্মান সমর্থকরা। কেউ কেউ চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন, কারো চোখে অশ্রু
কিক নিতে এগিয়ে এলেন দুই জার্মান ফরোয়ার্ড টনি ক্রুজ এবং মার্কো রণস। সামনে তিনজন সুইডিশ ডিফেন্ডার প্রাচীর প্রথম ক্রুজ আলতো ছুয়েদ বল স্পট থেকে গজ আতাকুরা দূরে পার্থে পা দিয়ে থামে, সাথে সাথে ছুটে গেলো পোস্টে কিক নিলিন আবার টনি ক্রুজ। সবার মাথার উপর দিয়ে বাঁক হয়ে বল ঢুকে গেছেন সুইডেন এর পোস্টে। গোল …….
এভাবেই আপনারা ঘোড়া সঙ্গে ঝরনা ছাড়েন গতবারের চ্যাম্পিয়নস এই ম্যাচে ড্র হলে তাদের বিশ্বকাপে লড়াইটা হ’ল কিন্তু শেষ পর্যন্ত জার্মানি জয় করতে পারে এই চ্যালেঞ্জ ২-১ গোলে সুইডেনকে পরাজিত করে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তাদের বিশ্বকাপ টিকে থাকার আশাই বাঁচিয়ে রইলো। শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়া বিরুদ্ধে জিতলে সুযোগ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য
ম্যাচের শুরু থেকে এদিন টানটান উত্তেজনা বিরাজ করছে প্রথমার্ধে জার্মান সমর্থকদের জন্য কাটেজ শঙ্কায় পুরো প্রথমার্ধ জুড়ে সমানতলে যুদ্ধের জন্য সুইডেন এবং দ্বিতীয়ার্ধ জুড়ে জার্মানি দারুন খেলালেও ভাগ্য তাদের বারবার দোষিত অন্তত পাঁচটি নিশ্চিত গোল তাদের হতাশ আছে ভাগ্যদোষে। কখনো সুইডিশ গোলরক্ষকের গালে লেগে, কখনও ডিফেন্ডাররা গায়ে লাগে বল
ফিরে আসার সাইড বারে এবং ক্রস বারে লেগেছে কয়েকটি শট। তবে সুইডিশ গোলকিপারের কিছু দুর্দান্ত সেভও তাদের ম্যাচে টিকিরে রেখেইতো প্রায় শেষ মুহুর্ত পর্যন্ত আক্রমণের পরে আক্রমণ করলে প্রথম ম্যাচে আর্জেনটিনার মত জয় নিষিদ্ধ হতে হবে কিনা সে চিন্তায় তখন ঘনিয়ে এনে সবাই কিন্তু আরেকটি ফেবারিট ব্রাজিলের মতো দুর্দান্ত শট পেয়েছেন নাইলো গতকাল চ্যাম্পিয়নরা
ম্যাচের একেবারে শেষ মুহুর্তরের গোল গোলাপী রোগীর শেষ মুহুর্তে অক্সিজেন দেয়ার মতই
প্রথমার্ধে বল দখলে কিছুটা পিছনে ছিল কিন্তু বারবার কাউন্টার আতাকুরে সুইডেন কাঁপিয়েছে জার্মান শিবির। 3২ মিনিট সফলতা পায় সুইডেন। গোল ফাঁস করে দিতেন সুইডিশ ফরোয়ার্ড অলা তেইভোনেন মাঝারি থেকে বলের দখল নিয়ে ডান প্রান্তে আচমকা আক্রমণে সুইডেনরা ডান প্রান্তের কর্নার ফ্ল্যাগের কাছ থেকে বাক্সে ক্রস বল ফেলেন ভিক্টর ক্লাসন দুই পাশে থাকা দুটো ডিফেন্ডারকে বাদ দিয়ে বল থামানো তেইভোনেন বল উচুতে উঠে এগিয়ে গেল গোল পোস্টের দিকে। গোলরক্ষক ম্যানুয়েল নায়ীর বল ধাক্কা এগিয়ে এগিয়ে আসুন
গল খাইতে আক্রমণের তীব্রতা বেড়ে যায় জার্মানির৩৯ মিনিট দূর্ভাগ্য ফিরিয়ে দেয় তাদের বাম প্রান্তে ২৫ মিটার দূর থেকে গুনদোয়ানের বুলেট গতির শট গোলকিপারের বাহুতে লেগ ফিরে যায়। এরপর থমাস মুলার ও একটি সুইডিশ ডিফেন্ডারের যুদ্ধে ডিফেন্ডারের পায়ে লেগে গোলকিপারের হাতে নিচের দিকে চাপা পড়ে যায় সাইবার ঘেঁষে। ৪৪ মিনিট কাউন্টার অ্যাটাক থেকে আরেকটি গোল প্রায় কাছাকাছি ছিল সুইডেন। বক্সের মধ্যে বল লাঠি ঢুকেও শট নিতে না ভিক্টর ক্লাসন অতিরিক্ত সময় ৪৫+২ আবার গোলের সুযোগ পায় সুইডেন। লাসন ফ্রী-কিক থেকে বার্গ হেড কোন মতে ফেরার রক্ষায় জার্মান গোলাকার ম্যানুয়েল নয়ার এখন অন্তত ভাগ্য ছাড়া আর কেউ রক্ষা না জার্মানি
কিন্তু প্রথমার্ধে সমানতলে যুদ্ধে সুইডেন দ্বিতীয় অর্ধেক রক্ষণাত্মক খেলা শুরু আর এই সুযোগে তাদের চাপে জার্মানিতে কিন্তু একের পর এক আক্রমণ দ্বারা দেখা যায় দেখা যায় না যে ঐচ্ছিক গোলাকার ৬১ মিনিট ডান প্রান্ত থেকে জোশুয়া কিমিখের ক্রসে গোলের অবশেষে একক পায়ে চাদর ব্যর্থ স্ট্রাইকার রয়স ৭২ মিনিট রাইয়ের ক্রস এক সুইডিশ ডিফেন্ডারের গায়ে লেগে নিজের গোললে ঢোকার পথ গোল ক্রিয়ার পায়ে লেগে ফিরে আসে নইলে তখনই আত্মঘাতী গোল
৪৪ মিনিট সুইডিশ গোলকিপারের দুর্দান্ত সেভ তাদের বাঁচিয়ে দেয় দেয়। বাম প্রান্ত দিয়ে টনি ক্রুজ ক্রস গোমেজের হেড ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেয়। অতিরিক্ত সময় ৯০+২ গুনডোগানের পাসে বক্সের সামান্য বাইরে থেকে ইউলিয়ান ব্রেন্ট শট দুর্দান্ত প্রচেষ্টা ঝাপিয়ে পড়ে লাফিয়ে দেয়ার সুইডিশ গোলরক্ষক অলসেন। তবে শেষ পর্যন্ত টনি ক্রুজ এবং রয়সের দারুণ বুদ্ধিমত্তায় দুর্ভাগ্য অর্জন করতে সক্ষম হন জার্মানি।
ফ্রি-কিক নিতে তার মূলত সামনে দাঁড়িয়েছে সুইডিশ খেলোয়াড়দের প্রাচীর প্রতিলিপি কিক গ্রহণের জন্য কৌশল কৌশল। স্পট থেকে গজ এখান থেকে দূরে থাকার পায়ে বল দিয়ে কিক নেয়ার কারণে সবাইকে এড়িয়ে যাবার জন্য পাঠানো সম্ভব হয়েছে পরের ম্যাচে জার্মান খেলায় অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বিপক্ষে। আর সুইডেনে খেলা মেক্সিকো বিপরীতমুখী মেক্সিকো ছয় পয়েন্ট, আর জার্মানি এবং সুইডেনের প্রতি ৩ পয়েন্ট।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



