নকআউটে বিশ্ব দেখবে নতুন বল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৮ পিএম, ২৮ জুন ২০১৮

অনলাইন ডেস্কঃ>>>

বিশ্বকাপের নকআউট পর্বে ব্যবহূত হবে নতুন ফুটবল ‘টেলস্টার মেচতা’। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বিতীয় রাউন্ড থেকেই এ বল ব্যবহৃত হবে বিশ্বকাপে।

 

 

‘টেলস্টার ১৮’ এর পরিবর্তে ব্যবহার হতে যাওয়া এ বলের ডিজাইনে স্বাগতিক রাশিয়ার লাল রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। নাম আর রঙ বদলালেও বলের বৈশিষ্ট্য আদৌ বদলাচ্ছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ শুরুর আগেই টেলস্টার নিয়ে সমালোচনা হচ্ছে। মিসর গোলরক্ষক এসাম আল হাদারি, স্পেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া এ বলের কট্টর সমালোচনা করেন।

 

 

বিশ্বকাপে ব্যবহৃত বলগুলোর মধ্যে ‘জাবুলানি’ নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের অফিশিয়াল বলকে অদ্ভুত বলেছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। অনেকের মতে জাবুলানির মতোই অদ্ভুত টেলস্টার। এ সমালোচনা নিয়েই গ্রুপ পর্ব শেষের পথে। এখন দেখার বিষয় টেলস্টার মেচতা নিয়ে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিবিসি

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :