প্রতিজ্ঞাবদ্ধ আর্জেন্টিনা প্রস্তুত ফ্রান্সও

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫২ এএম, ৩০ জুন ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>>

মস্কো স্পারটক স্টেডিয়ামের সামনে আছে স্পার্টা যোদ্ধার মূর্তি। নাইজেরিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে দাবি ছিল যে এই যোদ্ধাদের মত লড়াই সঠিকভাবে যুদ্ধ যুদ্ধে নকআউট পর্বে নাম লেখা হয়েছে আর্জেন্টিনা

আজ শেষ ষোলোর যে মহা প্রতিপক্ষ ফ্রান্স ভেনু কাজান এরিনা তাতারস্তান রাজধানী এই কাজান। যে তাতার যোদ্ধাদের খ্যাতি ইতিহাসের পাতায় পাতায়। আজ লিওনেল মেসির দলের কাছে আবারও সেই অভিন্ন দাবি প্রতিপক্ষ প্রবল-তা কি! লিওনেল মেসির মত একটি জাদুকর যদি কোন কিছু অসম্ভব না!

শেষ সোলার ব্যাটারী টপকে আর্জেনটিনার কোয়ার্টার ফাইনালে উত্তরণও তেমনি অলৌকিক কল্পনা না মোটে

মস্কোর ৮০০ কিলোমিটার পূর্বে এই কাজান; সভ্যতার এক তীর্থ ভোলগা নদী পারা মস্কো-সেন্ট পিটার্সবার্গের চেয়ে বিশ্বকাপের আমেজ এখানে আরও। রাস্তার পাশে বড় বড় হোর্ডিং দেখেছি বিশ্বকাপে প্রতিটি বাসস্ট্যান্ডের যাত্রী ছুটিতে কাশান খেলার জন্য দলগুলো বড় বড় পোস্টার স্যানা শহরের মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদোর তিন তলা বাড়িটি দেয়ালজুড়ে বিশাল ছবির মধ্যে এখনও আছে। বছর কনফিডেশন কাপের সময় তৈরি করা হয়েছে যা। সেই শহরেই মেসির আজকের মেয়াদে আরেকটি পদক্ষেপ ফেলার চ্যালেঞ্জ আর্জেনটিনার ৩২বছরের অপ্রাপ্তি এবং নিজের ক্যারিয়ারের একমাত্র হাহাহার বিশ্বকাপ ট্রফি জয়ীর পথ আরও কিছুটা অগ্রগামী

ফ্রান্সের হয়ে এই বিশ্বকাপ জয়ী একট দাবিকারী ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্য বিবেচনায় সম্ভবত টুর্নামেন্টের সেরা দলের ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে নক আউট আউট এ তারা তারা; তবে নজরকাড়া পারফর্ম্যানস টমওন না কাল কাশান সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচ বারবারে তাই অরো যান একই বোলি-বিশ্বকাপ শুরু হচ্ছে এখান থেকে

‘বিশ্বকাপ শুরু হচ্ছে নক আউট পর্ব থেকে। এটা আমাদের জন্য অতিরিক্ত অনুপ্রেরণা। প্রতি খেলোয়াড়ের জন্য প্রতিটি পাস, প্রতিটি থ্রো ইন, প্রতিটি বলের দখল যুদ্ধ হতে পারে এই বিশ্বকাপ শেষ। আর প্রতিপক্ষ যখন আর্জেনটিনার মত দল, তখন নিজেদের ক্ষমতা ছাড়াই কিছু আমাদের করতে হবে। সে জন্য আমরা প্রস্তুত ‘- ফ্রান্সের অধিনায়ক লরি বলে। কোচ দেশম বলেছেন তাই, ‘নতুন বিশ্বকাপ শুরু হচ্ছে এখন ইউরোতে আমরা দেখেছি, প্রথম রাউন্ডে খুব ভাল খেলতেও নাউক আউট স্টেজে ছিটকে গিয়েছে কোনও দল। আমরা তাই সতর্ক করছি মনোযোগ দিমি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। ‘

একইভাবে মেসি বন্দনাও দুজনের মুখোমুখি সুরে কোচ দেশম ১৯৯৮ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেন ব্রাজিলের রোনালদোর বিপক্ষে তার সঙ্গে মেসি মিলিয়ে করা প্রশ্নে দেশম জবাব, ‘সেবারের রোনালদো এবং এইবারের মেসির মধ্যে অবশ্যই মিল আছে দলে তাদের প্রভাব দিক বিবেচনায় তবে সেটি ছিল ফাইনাল, এটি শেষ সোলার এক ম্যাচ আমি এখন মনোযোগ দিচ্ছি কাল কিভাবে মেসিকে সামলানো যায়। ‘যে কাজটি সহজ নয়, এটি আবার মেনে নিচ্ছে লরি। তিনি নিজেই করণিও বলেছেন তিনি, ‘আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলে দেখুন, ওদের আরো অনেক ভালো ফুটবলার রয়েছে। মেসি নিজে দলের গুরুত্বপূর্ণ সময় ঝালসে সেটি আর্জেন্টিনা যেমন, তেমনি বার্সেলোনাতেও আমাদের তাই ব্যক্তিগত লড়াইয়ে জিততে হবে; সম্মিলিতব্য মেসি এবং আর্জেন্টিনাকে সামলাতে হবে। ‘

হরহে সাম্পাওলির সময় কোনও সময় পর পর দুই ম্যাচ একই একাদশের সাথে খেললে আর্জেন্টিনা আজ প্রথমবারের মত এটি হতে পারে। নাইজেরিয়ার বিপক্ষে একাদশের সাথে মাঠে নামবে হয়তো দুবার বিশ্বচ্যাম্পিয়নরা আর ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্সের গল্ফ ম্যাচে সান্ত্বনা দেওয়া তারকাগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন পূর্ণ শক্তি।

এভাবেই লাতিন আমেরিকা দলের বিপক্ষে ফ্রান্সের সর্বশেষ বিশ্বকাপ পারফরম্যান্স দারুণ। এই মহাদেশের দল কাছাকাছি সর্বশেষ আট মুখোপাধ্যায় হার্নি তারা সর্বশেষ হার? আর্জেন্টিনা পাস ১৯৭৮ বিশ্বকাপে। লাতিন আমেরিকার দলে প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচে কোন গোল খালি হয়নি। সর্বশেষ গোল করেছেন ব্রাজিলের কারেককা, ১৯৮৬ বিশ্বকাপে বিশ্বকাপে ফ্রান্স-আর্জেনটিনার দুই মুখোমুখি দুবারই অবশ্য জয় আলবিসেলস্তেদের জয় আর দুবারই ফাইনাল খেলা খেলা আর্জেন্টিনা ইতিহাসের প্রেরণা তাই ফ্রান্সের মত তাদেরও রয়েছে

 

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :