আগ্নেয়গিরির মতো ফুঁসছেন নেইমার

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৮ পিএম, ০২ জুলাই ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>>

দসড়া এক চোটে পড়া বিশ্বকাপের ঠিক আগে কয়েক মাস আগে এমন মুখোমুখি হতাশ নামার এবং ব্রাজিল-ভক্তদের ঠিক সময়ে ফিরতে সক্ষম তো! দাঁত দাঁত চেপে কঠোর পরিশ্রম করে নিজেকে সুস্থ করে তোলে এখন নিজেকে প্রমাণ করার সময়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে এক গোলটি কিন্তু খুব বড় গলে বলার মত কিছু করতে পারেনি। প্রত্যাশা পুরোটা মেটাতে ব্যর্থ হওয়ায় তার সাথে চলমান সমালোচনা দ্বিতীয় পর্বের শুরুতে অবশ্য দারুণ কিছু কিছু দেখায় মনে মনে রীতিমতো ফুঁছে নামার

প্রান আপ ফ্রেঞ্চ লিগে পিএসজি-মারশাই ম্যাচে মুখোমুখি তারিখ ২6 ফেব্রুয়ারি। নোটারের রিপোর্টে জানা যায় খেলতে পারবেন না মৌসুমের বাকি ম্যাচগুলি চ্যাম্পিয়নস লীগ, ফ্রেঞ্চ লিগ- খেলতে পারবেন না কিন্তু তার আশঙ্কা বিশ্বব্যাপী সঙ্গে ছিল দেশের জন্য আলো ছড়ানো একটি স্বর্ণ সুযোগ যে এটি। চোট তাকে বিশ্বকাপে খেলতে না!

বিপজ্জনক দায়িত্বসমূহ পালন করা ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমারের উপর তার অধীনে নেইমারের সুস্থ হওয়ার মিশন শুরু হয় নামাজের ফিরে আসা অসম্ভব কাজ তবে পুরোপুরি নয়। বিশ্বকাপের আগে টিটি সত্যতা লুকান না-নায়মারের কমপক্ষে পাঁচটি ম্যাচ প্রয়োজন দলকে নিজের সেরাটা দেওয়ার জন্য সুস্থ হত্তয়া গণিতিক কোন হিসাব না থাকলে দলটি গ্রহণ করা হয়েছে, নকআউট পর্বে নিজের সেরাটি নিয়ে হাজির হবেন নামার নেমারার নিজের শ্রেষ্ঠত্বের জন্য এখন প্রস্তুত, সেই ধারণাটি দিয়ে সার্বিয়ার বিপক্ষে ম্যাথমেটর নাইমার গোল না পেলেও কিছুটা হলেও নিজেই খেলেছে।

নায়েকের খুব কাছাকাছি একজন বলেন, ‘নকআউট পর্বের জন্য নাইমার প্রস্তুত সে ম্যাচের পরপরই সবাই বুঝতে পারবে কে ম্যাচে ব্রাজিলের আনুকলুল এনে দেবে। ‘

বিশ্বকাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগের সমালোচনা, কটুটিনেমারের যে ভেতরে-ভেতরে কতটা তাত্রে রাখে সেটি বলে নেইমারের বাবা, ‘নিমারকে সাহায্য করার জন্য তার মাথায় হাত বোুলি তাকে অনুপ্রাণিত করা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে আঘাত করলে তার জন্য ভালো কিছু বয়েছে না। ‘

ব্রাজিল তারকা তার পাশে তার বাবা ছেলের পাশে থেকে উত্সাহ দিয়ে যাচ্ছে ব্রাজিলের ট্রেনিং সেশন শেষে ছেলেরা নিয়মিত দেখাও

প্রথম এলো বিশ্বকাপে ফেবারিট হয়ে রাশিয়ায় আসেন ব্রাজিল নায়মারকে নিয়ে আশাই আকাশ চাবি কিন্তু তিনি যে সব বিশ্বব্যাপী আগে চোট সঙ্গে বড় ঝড় সামলাতে আছে, যে সব ভুলেই যাচ্ছে। নািমার এর উজ্জ্বলতা সঙ্গে এটি এই উগ্রপন্থী আগুন ধরেছে তার মধ্যে ব্রাজিলের সামনে শুদদিন ব্রাজিল-ভক্তরা

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :