আইপে সুযোগ দিচ্ছে বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গিয়ে দেখার

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৭ এএম, ০৩ জুলাই ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>>

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ক্রিকেট সিরিজ 4 জুলাই ওয়েস্ট ইন্ডিজ শুরু হবে সিরিজ শিরোপা স্পনসর বাংলাদেশ প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আইপড খেলা খেলা প্রিয় দর্শকদের সরাসরি মাঠে খেলা দেখার সুযোগ সুযোগ প্রদান করে।

ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যেতে ফ্রি এয়ার টিকেট এবং ম্যাচ টিকেট পাবেন। আরও কিছুক্ষণের মধ্যে ওয়াইনিং ক্যাপ্টেন, ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ সাইন করা ব্যাট এবং বল। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট টিমের একজন খেলোয়াড়ের সঙ্গে ডিনার, ফ্যান জার্সি সঙ্গে শতভাগ মানিব্যাক অফার তাই থাকছে। পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে প্রতি সপ্তাহে বা সিরিজ শেষ

প্রতিযোগিতায় অংশ নেয়ার বিষয়ে আইপের হেড অব বিজনেস আব্দুল খায়ের চৌধুরী বলেন, নতুন গ্রাহক অ্যাপ ডাউনলোড এবং সাইন আপ করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আর নিয়মিত ব্যবহারকারীরা আইপড দিয়ে যে কোন ধরনের পেমেন্ট করলেই এই প্রতিযোগিতায় উপযুক্ত বলে বিবেচিত হবে। এ ছাড়া প্রিয়জনদের আইপেইস সাইন আপ এবং ভ্যারিফাইড করনেও এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যাবে। আপনার দ্বারা তিনজন ভ্যারিফাইড হলেন আপনি পুরস্কার জেতার জন্য বিবেচিত হবে।

তিনি আরো বলেন, যত বেশি পেমেন্ট এবং যত বেশি লোক আপনার মাধ্যমে ভ্যারিফাইড হবে যত বেশি আপনার পুরস্কার পাওয়ার সুযোগ বৃদ্ধি হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য https://www.ipay.com.bd/promotions?link=ipay-cricket-series এ ঠিকানার উপর।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :