নেইমার বারবার পড়ে যাওয়ার রহস্য না জেনেই কি ট্রল করেন?

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২১ পিএম, ০৩ জুলাই ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ>>>

ডাইভিং ফুটবলেরই একটি অংশ। তবে এবারের বিশ্বকাপে নেইমার সেটাকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। নেইমার এবার কেউ ফাউল করলে পড়ে যান। ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগেই তাই আগুনে ঘি ঢেলে দিলেন মেক্সিকোর ফুটবল দলের ক্যাপ্টেন আন্দ্রেস গুয়ারডাডো।
নেইমার অতিরিক্ত ফাউল করেন ও মাটিতে পড়ে যেতে পছন্দ করেন জানিয়ে তার প্রতি আলাদা নজর রাখতে তিনি ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

 

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে বারবার মাটিতে লুটিয়ে পড়েছেন নেইমার। কয়েক বার ইচ্ছা করে পড়ে গিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফাউলের শিকার হয়েছিলেন ১০ বার। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সে সংখ্যাটা কমে এসেছে চারে। নিজে চারবার ফাউল করেছেন, আবার ফাউল আদায় করতে ডাইভ দিয়েছেন চারবার।

 

 

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের শেষদিকে পেনাল্টি বক্সে ইচ্ছে করেই পড়ে গিয়ে পেনাল্টির আবেদন জানান নেইমার। নেইমারের এসব ভাড়ামি রুখতে গুয়ারদাদো ভিডিও সহকারী রেফারির(ভিএআর) দেখতে চান। গুয়ার্ডাডো বলেন, আমরা সবাই নেইমার সম্পর্কে জানি। এটা আমার কিংবা আমাদের বিচার করার দায়িত্ব না। এটা রেফারি ও ফিফাকে দেখতে হবে।

 

 

তবে আপনি কী জানেন, হার্ড ট্যাকেলে নেইমার কেন পড়ে যায়?

যুক্তরাজ্যের দ্যা সান পত্রিকার একটি প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, একজন প্লেয়ারের শারীরিক ওজনের সর্বনিম্ন এভারেজ ৭২ কেজি। যেখানে –
মেসির ওজন ৭০ কেজি। রোনালদোর ওজন ৭৫-৭৬ কেজি। আর নেইমারের মাত্র ৬৪-৬৫ কেজি।

 

 

তাই হার্ড ট্যাকেলে মেসি রোনালদোর তুলনায় নেইমারের শরীরের প্রতি ব্যালেন্স রাখা কষ্টকর। তার উপর তার শরীরের তিনটি স্থানে ভাঙা। কোমরে ,ডান পায়ের গোড়ায় ও বাম পায়ের রানের গোড়ায়। শরীরের তিন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ডাক্তার বলেছেন, হার্ড ট্যাকেলে নেইমার যাতে শরীরের উপর অতিরিক্ত প্রেশার দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা না করে।

 

 

এই কারণেই হার্ড ট্যাকেল করলে নেইমার পড়ে যায়। আর কিছু কিছু মানুষ তো এটাকে ট্রল হিসেবে নিয়ে নিয়েছেন। নেইমারকে নিয়ে গর্ব করা উচিৎ যে সে তিনটা ভাঙা নিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে উপস্থিত হয়েছে। সর্বশেষ শুভকামনা নেইমার ও ব্রাজিল দলের জন্য।

 

 

‘নেইমার অভিনয় করে, ব্রাজিল সেভেন আপ খাইছে! বাক্যগুলো নিন্দুকের বাঁচার অক্সিজেন’
রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ট্রলের শিকার হচ্ছেন ব্রাজিল পোস্টারবয় নেইমার। ইঞ্জুরি সেরে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠেননি নেইমার। তারপরেও দেশের জন্য খেলে যাচ্ছেন তিনি। কিন্তু সম্পূর্ণ ফিট না হওয়ায় খেলার মাঝখানে বার বার পড়ে গেছেন তিনি। আর হেটার্সরা সেটাকে অভিনয় বলে চালিয়ে দিতে চাচ্ছেন বলে দাবি করছেন ব্রাজিল সমর্থকরা।

 

 

মেক্সিকোর বিপক্ষে গতকাল নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের পর নিন্দুকের এইসব কথার দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন নেইমারভক্তরা। ইভান ইমাম নামে এক সমর্থক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অভিনয় দেখছেন না ? আপনারা প্রচুর মনোযোগী দর্শক। এই অভিনয় আপনি ও করবেন, যদি খালি বুটের জুতার একটা পাড়া খান আর কি।’

 

 

নেইমার,,২২‘আপনি ও দক্ষ অভিনয়শিল্পী হতে পারেন, যদি না কেউ আপনাকে এভাবে জুতা দিয়া পাড়ায়, সিরিয়াসলি বলছি আপনার নরমাল জুতাই যথেষ্ট। অন্যকে অভিনেতা বানিয়ে দিতে, এটা তো ফুটবল খেলার জন্য তৈরি জুতা, তো হয়ে যাক। আর হা অভিনয় থেকে যদি দারুণ কিছু হয় তবু অভিনয়ই ভালো।’

 

 

লিজা আক্তার নামে আরেকজনে লিখেছেন, ‘যারা নেইমারকে অভিনেতা বলে চিল্লাচ্ছে, তাদের জন্য এই পোস্টটা। আপনি হয়তো ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পেতে পারেন। যখন আপনার সেই আঘাতের ওপর আবার কেউ আঘাত করবে তখন আপনার কেমন লাগবে?অবশ্য এই কথা গুলো ঐ সকল পাবলিকদের বলে লাভ নাই। এরা বিশ্বকাপ থেকে বাদ হয়ে এখন ব্রাজিলের পেছনে লাগছে।’

 

 

হাবিবুর রহমান নামে আরেকজন লিখেছেন, ‘অপারেশন করা জায়গায় পিনের জুতা দিয়ে পারা দিলে কেমন লাগে সেটা আপনারা কিভাবে বুঝবেন? তিন মাস মাঠের বাইরে ছিল ঐ পায়ের ইঞ্জুরির কারণেই। এখনও সম্পূর্ণ ফিট না হয়েও মাঠে নামছে দেশপ্রেমের খাতিরে। যাই হোক, ‘নেইমার অভিনয় করে, ব্রাজিল সেভেন আপ খাইছে’ এই দুটি বাক্য আপনাদের বেঁচে থাকার অক্সিজেন। এভাবেই বেঁচে থাকুন আজীবন।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :