বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে চার নতুন মুখ

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৩ পিএম, ০৪ জুলাই ২০১৮

জি এস রিপোর্টার:>>

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলে আছে চার নতুন মুখ। টেস্ট স্কোয়াড থাকা নাজমুল হাসান শান্ত, আবু জাইদ চৌধুরী সঙ্গে নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রনিকে রাখা হয়েছে স্কোয়াডে।

দল থেকে বাদ পড়ে ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, মোহাম্মদ সাঈফুদ্দিন ও সানজামুল ইসলাম।

স্কোয়াড: মাশরাফ বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাবি্বর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন শান্ত, মাহেদী হাসান মিরজ, রুবেল হোসেন, মোস্তফিজুর রহমান, আবু হায়দার রনি এবং আবু জাইদ চৌধুরী রওই।

গত মাসে প্রথম সপ্তাহে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভেন রোডস। তার অধীনে  প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নতুন কোচদের অধীনে নতুন স্বপ্ন নিয়ে টেস্ট ম্যাচ দিয়ে নতুন পথ শুরু হচ্ছে টিগাররা এই পথে বাংলাদেশ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ সফর দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এর মধ্যে প্রথমটি বুধবার থেকে অ্যান্টিগুয়া শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু করা ম্যাচটি।

শ্রীলংকার চন্দিকা হথুরসিংহে এশিয়া সফর এরপর কোচ ছাড়া কোনও টেস্ট সিরিজ, এক টি-টোয়েন্টি ওয়ানডে সিরিজ এবং তিন টি টি -২0 সিরিজ অংশ নেবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে রানার্স-আপ টি -২0 ফরম্যাটে শ্রীলংকার কাছে দুটি ম্যাচের সিরিজ ২-0, শ্রীলঙ্কার মাটিতে নাদহস ট্রফির রানার্স-আপ এবং ভারত দেরাদুনে আফগানিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সিরিজ আগেই কোচ নিয়োগের ইঙ্গিত দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেমন কথা বলার কাজ বিসিবি

জুনের প্রথম সপ্তাহে ২0২0 আইসিসি টি -২0 বিশ্বকাপ পর্যন্ত রোডসকে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝিয়ে দিলেন বিসিবি। পরে ২0 জুন প্রথমবারের মত অফিসিয়াল সাংবাদিক সম্মেলন করা রোডস।

সংবাদ সম্মেলনে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আরও বলেন, রোডস। আসন্ন টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ দল ভালো খেলা খেলবে বলে জানান তিনি। এই সিরিজ শুরুতে ভাল চাই রোডস, ‘আমি মনে করি, এই টেস্ট সিরিজ খুব কঠিন হবে না আমরা টেস্ট ম্যাচ জয়ের সর্বাত্মক চেষ্টা করবো এই টেস্ট সিরিজ আমাদের শুরু ভাল করতে হবে শুরু করতে ভাল হলে পরের দিকে কাজগুলি সহজ হবে। আপনি অবশ্যই জানেন যে, ক্রিকেট কোনও মহাকাশ বিজ্ঞান নয়। এখানে আপনি খেলার মাঠ ভালভাবে খেলা এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা হবে। আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজের উপর আধিপত্য খেলা খেলতে। ‘

টেস্ট সিরিজ কঠিন হবে না মনে মনে হলেও ওয়েস্ট ইন্ডিজের বউসিসি উইকেটে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মনে হবে রোডস। তবে কেবল তাদের নিজেদের মাটিতে শ্রীলংকাকে টেস্ট সিরিজে পরাজিত করা হয়। রোডস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের কথা বলবে, সেখানকার উইকেট বাউন্ডি। যা পেস বোলারদের জন্য সহায়ক হবে আমার মনে হয়, আমাদের বিপক্ষে সিরিজ একই উইকেটে আছে। তাই আমরা আমাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করবো। ‘

দলীয় সাকিব আল হাসানকে ছাড়াই ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল। কারণ যুক্তরাষ্ট্রে ঈদ পালিত করা সাকিব যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগদান তিনি

টেস্ট সিরিজ আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা সুযোগ পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র তবে ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের ভালভাবে ঝালিয়ে নিতে পারেন।

ব্যাটিং-এ তামিম ইকবাল ১২৫, মাহমুদুল্লাহ রিয়াদ ১০২ ও অধিনায়ক সাকিব ৬৭ রান করেন। বল হাতে বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আবু জায়েদ-শফিউল ইসলাম এক উইকেট শিকার শিকার রুবেল হোসেন-কামরুল ইসলাম রব্বি-মাহমুদুল্লাহ-মোমিনুল হক প্রথম ইনিংসে বাংলাদেশ সবকয়টি উইকেট হারিয়ে 403 রান করে বাংলাদেশ জবাবে ৮ উইকেট৩১০ রান ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ তাই একটি প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৬ টি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সবগুলোই দুটি ম্যাচ। এর মধ্যে ২০০৯সালের সফর দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ২০১৪ সালের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ব্যবধানে হারায় টিগাররা

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, মাহেদি হাসান মিরজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জাইদ, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :