ব্রাজিল কে থামাল বেলজিয়াম

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৬ এএম, ০৭ জুলাই ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

নির্ধারিত ৯০ মিনিট শেষ ইনজুরি টাইম ডগলাস কস্তার ভাসিয়ে দেওয়া হয় শরীরের ভাসে যখন তিনি হেড করতে হবে বেলজিয়ান ডিফেন্ডার থমাস মিউনোয়ার আবেদন পেনাল্টি সেটি প্রত্যাখ্যাত হওয়ার পরে কি অবিশ্বাসের চোখে মুখে মুখে!

ম্যাচের ফল প্রতিফলন যাতে। প্রারম্ভে টুর্নামেন্ট শুরু ব্রাজিল যে কাল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরেছে ১-২ গোলে! দিনকয়েক আগে এই কাজান এরিনর সবুজজে স্বপ্নভঙ্গের বেদনা পোত আর্জেন্টিনা কালের সেই একই মঞ্চে স্বপ্নঘুড়ি ভোকাট্টা ব্রাজিলেরও আকাশি-সাদার পরে বিশ্বকাপের রংধন থেকে ব্রাজিলের হলুদ রংও খসে পড়লে তাই!

এডেনর বাক্কি তিতের অধীনে ২৫ টি ম্যাচ খেলেন ব্রাজিল ১৯ ম্যাচে কোন গোলই খায়নি; বাকি ছয় ম্যাচের কোনটিতে একের বেশি নয় তারা এ কি কাল কাল প্রথমার্ধে খাদ্যে দুই গোল! দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে রেন্টো আগুস্টো ৭৬ তম মিনিট এক গোল পরিশোধ করা হয়েছে; কিন্তু সমতা আর ফিরতে নেই। অঘটন বিশ্বকাপের সর্বশেষ সংযোজন হয়ে গেছে ব্রাজিলের কান্না

অথচ ম্যাচের শুরু কি কি দুর্দান্তভাবে না করলে তিতর দল গোল পেয়ে গেলে খেলা শেষ হবে ৮ মিনিটে। নেমারের করনার থেকে উড়ে আসা বল মিরান্ডার মাথায় স্পর্শ করে কিছুটা নিচে যান থিয়াগো সিলভার থাইল্যান্ড আচমকা এ আসায় বলের গতিপথ ঠিক ঠিক আছে না। বেলজিয়ান গোলরক্ষক থিবো কোটারোকা টপকে বলটি চলে যায়, তবে তা প্রতিহত পোস্টে। মিনিট দুই মিনিট পর আরেকটি কর্নার থেকে পাউলিনিয়োর বাক্সে বল পেয়ে যান একেবারে ফাঁকা কিন্তু এই চর্মরোগলক সঙ্গে পায়ের সংযোগ করতে পারে না ঠিক আছে।

খেলার ধারা বিপরীত ১৪ তম মিনিটে অগ্রগামী বেলজিয়াম। এডেন হ্যাজার্ড কর্নারের প্রথম পোস্টে ফেরনাদিদিওর হাতে লাগে বল ঢুকে যায় জালে। অথচ তার ধারেকাছে কোন লাল জার্সিধারী নেই অবিশ্বাস্য এই আত্মঘাতী গোলাকার পরেও আত্মবিশ্বাসী দেখানো ব্রাজিলকে তাদের পাসিংয়ে, তাদের আক্রমণ তৈরি করা হয়। গোল খাওয়া পরে পরের মিনিটে সমতা ফিরে আসার সুযোগ এসেছিল। বাম দিকে নামাঙ্কার ড্রিবলিং বাহিরে বল পাঠান ছয় গজ বক্স সঠিকভাবে শট নিতে পারে না গাব্রিয়েল জেসুস কিছুক্ষণ ফিলিপে কৌটিলিয়ানোর শট থেকান কোটারোয়া

বেলজিয়ামের খেলাতেও হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনরা কাঁপন ছড়ান ব্রাজিল রক্ষণভাগে। আক্রমণ-প্রতিযোগিতা এদিকে মার্সেলোর শট কোরেওয়াকে সজাগ থাকতে হয়; আর ডি ব্রুইন ক্রস থিয়াগো সিলভা এর আগে ৩১ তম মিনিটে দ্বিতীয় গোল পেয়েছে বেলজিয়াম আর কি অসাধারণ কাউন্টার অ্যাটাক! নেমারের করনার ক্লিয়ার করা ফেলাইনি নিজেদের সীমা থেকে বল ধরে লুকাকুর একটি জাদুকরি দৌড়। অ্যাটাকিং থার্ডে গিয়ে চমৎকার পাস ছাড়েন ব্রুনাকে সামনে থাকা মার্সেলোকে গুনে না ধরে আড়াআড়ি দারুণ শট বল ঢালায় জালেম

দুই গোল খেয়ে হতাশ হয়ে গেল ব্রাজিল তাদের দানবীয় রক্ষনাব হঠাৎ মনে হয় ঠাক্কো বেলজিয়াম আক্রমণ করার জন্য সম্ভবত জব্বারের স্মৃতি হানা দেত্তয়া মনে জার্মানীর কাছে ১-৭ গোলে হারের এর মধ্যেও গোলের দারুণ দুটি সুযোগ পায় ব্রাজিল কিন্তু মার্সেলোর ক্রস বক্সের ভেতরে ফাঁক করা হচ্ছে হেড বল বাইরে বাইরে জেসুস আরেকবার কৌঁটিনিয়ো শট থেকন কোটারোয়া

দ্বিতীয়ার্ধে উইলিয়নের পরিবর্তে রবার্টো ফিরমিনোকে পাঠান তী ৫৮ মিনিট জেসুসের বদলে দাগাস কস্তা আর ৭২ তম মিনিটে পাউলিনিয়র বদলে রেনটোও আগুস্তো ব্রাজিলকে এই স্বপ্ন পূরণের স্বপ্ন দেখি। কৌটিলিয়ানোর দারুণ বল হেড গোল বাকি সময়গুলোতে সমতা ফেরত সুযোগ বেশ কয়েকবার তারা তাদের কিন্তু তারা তাদের কাজে লাগবে! ৭৮ তম মিনিটে নাইমারের পাস থেকে ফিরমিনো পার্কেও শট মারেন বার উঁচিয়ে। ৮০ তম মিনিটের মধ্যে বক্সের ভেতরে ফাঁকা স্থান থেকে কী কী যে শটটি বের হয়ে যায় অগাস্টস্টো! মিনিট তিনেক পরে নিমারার কাটব্যাক থেকে অমন ফাঁকা জায়গা থেকে আবার ব্যর্থ কৌতনিও

ওদিকে বেলজিয়ামও ম্যাচ শেষ করার সুযোগ বেশ কয়েকটি ছিল। প্রয়োজন নেই ব্রাজিল এ আর কোন গোলই করতে পারে না! বজিকরদের ‘কালো ঘোড়া’ বেলজিয়ামের প্রথম বিশ্বকাপ জয়ী স্বপ্ন তাই টিকে রইল।

আর রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে নেইমারের মুখ ঢাকায় কান্না, মার্সেলো-সিলভাদের মুশার পড়ার ছবিটি হয়ে গেলো বিশ্বকাপে ব্রাজিলের প্রতীক। চার বছর আগে জার্মানির কাছে ১-৭ গোলের হারে পরের মত কাজান এনারার ক্যানভাসে আরও একটি বিষণ্নতা ছবি আঁকা হয় কেবল

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :