লজ্জাজনক হার নিয়ে মুখ খুললেন তামিম

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫২ পিএম, ০৯ জুলাই ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>>

এন্টিগুয়া টেস্টে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ক্রিকেট টিম। আর সিরিজের প্রথম দিনেই পুরোপুরি বিপর্যস্ত হয় টাইগাররা ৪৩ রানে অলআউট হওয়ার ‘রেকর্ড’ গড়ে তোলা বাংলাদেশ সাকিব-তামিমরা সব মিলিয়ে এন্টিগুয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস এবং ২১৯ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ।

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ সংগ্রহ মাত্র ১৮৭ রান। প্রথম ইনিংস ৪৩ ও দ্বিতীয় ইনিংস ১৪৪ এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসের পর ব্যাট করতে নেমে ৪০৬ রান করেন হোস্টরা।

তবে বাংলাদেশ ব্যাটিং লাইন আপের মতো ভীষনতার জন্য কোন অজুহাত দাঁড়াতে চান না টগর ওপেনার তামিম ইকবাল এই হারে কেবল নিজেকে দায়বদ্ধতা দেখছেন তিনি

তামিম বলেন, র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও হারে সমর্থকদের মতো ক্রিকেটাররাও হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘অ্যান্টিগা টেস্টের জন্য যেমন শকিং আছে আমাদের জন্য সেম শকিং এখানে। আমরা জানি যে এর থেকে অনেক ভালো দল। আমরা আসলে যে ধরনের পারফরম্যান্স করেছি এটা কোনভাবে প্রত্যাশিত না। ‘

এ সময় তিনি আরও বলেন, ‘যে জিনিসটা দলের মধ্যে আছে … আমরা কোনওভাবে অজুহাত খোঁজা চেষ্টা করছি না। আমরা জানি যে আমাদের ভুলগুলি কারণে এই পারফরম্যান্সটা হয়েছে আর এটা আশা করছি আমরা পরের টেস্ট ম্যাচ ভালো করতে চাই। ‘

১২ জুলাই জ্যামাইকা শুরু হচ্ছে সিরিজ দ্বিতীয় ও শেষ টেস্ট

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :