বিশ্বকাপে বিচিত্র জরিমানা

জিএস ডেস্ক:>>>
মাঠে অখেল্লারসুলভ আচরণ করা হলে ফফারের জরিমানা গুনেটে ফুটবলারদের কিন্তু কখনও শুনেছেন মোজা পরার জন্য জরিমানা গানটি আছে? হয়তো ভাবছেন, ধূর, আবার আবার নাকি! ফুটবলারদের মোজা ছাড়া খেলা কিভাবে? কিন্তু ফফার ‘অনুমোদনহীন’ মোজা পরলেও শাস্তি পেতে হবে যেমন পেয়েছেন সুইডেনের দুই ফুটবলার আন্দ্রেয়াস গ্রাঙ্কভিস্ট এবং গুস্তাভ সভেনসেন।
প্রান ফরোয়োস রাশিয়া বিশ্বকাপে ফিফার এই বিচিত্র ধরনের জরিমানা এখন তুমুল আলোচনা চলছে। নিজেই অফিশিয়াল মোজা এডিডাসের নিচে ‘ট্রুক্সক্স’ পরে মাঠে নেমে এসেছিলেন গ্র্যাঙ্কভিস্ট ও সভেনসন। যুক্তরাষ্ট্রের ফুটবলার এবং কোচ জিম চেরনেস্কি ২০১০ সালে এই বিশেষ ধরনের মোজা প্রস্তুত করা হয়েছে। এই মোজা ফুটবলার বুট পায়ে সঙ্গে আরও টাইটস রাখা সাহায্য। সে যা-ই হতো, এই মোজা পরার জন্য গ্র্যাজকভাস্ট এবং সভেনসন ৭০ হাজার সুইস ফ্রাঁ ফান্ডামানা ফর ফাফা।
এখানে শেষ না বিচিত্র জরিমানা আরও ঘটনা আছে ক্রোয়েশিয়ার ফুটবলার ফিফার স্পনসরস বাইরের একটি প্রতিষ্ঠানের পানীয় নিয়ে মাঠে ঢুকে পড়ায় তাকেও একই অঙ্কের জরিমানা করা হয়েছে ফিফা। জরিমানা আছে দর্শকদের এছাড়াও। রাশিয়ার একজন সমর্থক নতুন-নাৎসি মতবাদবিজ্ঞানের সঙ্গে স্টেডিয়ামে ঢোকাতে তাকে জরিমানা গুনতে হয়েছে এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেরীয় জাতীয়তাবাদের প্রতীক নিয়ে স্টেডিয়ামে ঢোকার জন্যও জরিমানা গুনেটে ফুটবলপ্রেমীরা। তবে অভিযুক্ত দর্শকদের গাঁট পয়সা খরচ না। খেলোয়াড়দের অসদাচরণের জন্য জরিমানা গুনতে হয় যে ফুটবল ফেডারেশনে
আর্জেনটিনা, কলম্বিয়া ও মরক্কোতে জরিমানা খেলোয়াড়দের চ্যালেঞ্জের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ দ্য ফিনিয়া গুনেটে এই তিনটি দেশ কিন্তু জরিমানা দেওয়ায় আর্জেন্টিনা ছাপিয়ে গিয়ে বাকিরা ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারের দিন স্টেডিয়ামে একটি ক্রোয়াট-সমর্থক উপর চড়াও হয়েছে কিছু উগ্র আর্জেন্টিনা-সমর্থক। এ জন্য ১ লাখ ৫ হাজার ডলার জরিমানা গুনেট হবে দেশটি ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সর্বাধিক জরিমানা দিত আর্জেন্টিনা
প্রযোজক এলো সার্বিয়ার দর্শকদের খোঁচা দেবার জন্য আলবেনিয়ান ইগেলের ভঙ্গীতে গোল উদযাপন করেছেন সুইজারল্যান্ডের গ্রানিত জাকা এবং জাদরান শাকিরি। ফিফা তাদের নিষিদ্ধ করার পরেও শেষ সিদ্ধান্তটি পাল্টে বলেছে সংবাদমাধ্যম। দুই ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয় দুটি খেলোয়াড়দের মধ্যে।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com