আর্জেন্টিনা চলে মেসির ইশারাতেই

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৬ পিএম, ১৪ জুলাই ২০১৮

জিএস অনলাইন:>>>

কোন এলাকায় সমস্ত নিয়ন্ত্রণ একের হাতে কিন্তু এর লেখা বা দর্শনের কোন প্রমাণ পাওয়া যায় নি। অথচ তার আঙ্গুলের ইশারায় নির্ধারিত হয় কি হবে না আর্জেন্টিনা দলেও এমন একজন আছেন। দলের কোচ ওপর তার কথা অনেক সময় গুরুত্ব পেয়েছে। নাম না বললেও ধরতে পারে, সে কে!

আর্জেন্টিনার কাছে প্রান আপ রাশিয়া বিশ্বকাপ দল গোছাতে কোচ সাম্পাওলি ব্যর্থতা, দল নির্বাচনে ভুল-সব মিলিয়ে খুব বেশি কারণ প্রয়োজন নেই দলগত ডোবাতে আলবিসেলস্তেদের ভরাডুবিতে কোচকেই দায়ী করেছেন ফুটবল বিশেষজ্ঞ ও ভক্তরা তবে আর্জেন্টিনার গণমাধ্যম সম্প্রতি এক সংবাদ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে দলের একাদশ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক লিওনেল মেসি প্রভাব খাটিয়েছে। ডিফেন্ডার ফেদেরিকো ফাসিও আর মিডফিল্ডার জিওভাননি লো সেলসোকে দলে রাখা কোচকে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন মেসি!

স্পেন ৬-১ এ হারার পরে দলে এমনকি কোচিং স্টাফদের উপর প্রভাব বিস্তার করে বার্সেলোনা ফরওয়ার্ড। ইতালি এবং ফ্রান্সের ম্যাচ সামনে রেখে ম্যানচেস্টার সিটি মাঠে অনুশীলন কর আর্জেন্টিনা সে সময় কোচ সাম্পাওলি সহকারী এক কোচ সেবাস্টিয়ান বচ্চারে মেসি নির্দেশনা দিচ্ছিলেন। মেসির অনুশীলনে ভুল সংশোধনের পরামর্শ দেওয়া ছিল বচ্চারে বিষয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির খুব ভাল লাগেনি কোচ সাম্পাওলিকে জানানো হয়েছে, তাঁর সঙ্গে কিছু কিছু না হলে

শুধু তা-ই নয়, গত মৌসুমে রোমা ও পিএসজির পক্ষে দুর্দান্ত ফরমের ফ্যাসিও এবং সেলসোকে একাদশে রাখা কোচকে নিষিদ্ধ করা হয় আর্জেন্টাইন অধিনায়ক। অনুশীলনের বা ‘ফুটবল টেনিস’ সেলসো হারিয়েছেন মেসিকে আর্জেনটিনার একজন গণমাধ্যম দাবি উত্থাপিত, বিস্ফোরণ বিষয়ে ভুল ছিল না অধিনায়ক।

শেষ সশ্রদ্ধে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফাসিও নেমেইডে মাঠে সেলসো কপালে বিশ্বকাপের এক মিনিটের জোটনেনি এই বিশ্বকাপে মাউরো ইকার্ডি আর্জেন্টিনা দলে না থাকার কারণে মেসির পাশে ইঙ্গিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেসির সাথে বন্ধুত্ব যেটা খুব দরিদ্র না হওয়ায় দলে জায়গা নেই ইন্টার মিলান এই স্ট্রাইকারের।

সবচেয়ে বেশি ক্ষতিকারক হতে পললো দিবাবলা মেসির আর দিবালার খেলার ধরন একই হওয়ায় একাদশে জায়গা না আর্জেন্টিনা গণমাধ্যমের কথা যদি সত্য হয়, দলটি ডোবাতে কোচ সাম্পাওলি সঙ্গে মেসি এর অবদান কম না, এটা তাই ভাবা যেতে পারে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :