আজ থেকে মুক্ত আশরাফুল

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৯ এএম, ১৩ আগস্ট ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>>

ইংল্যান্ডে কেনো-এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আশরাফুল বলেন, এখানে ২০১৯ বিশ্বকাপের বিশ্বকাপ। তাই ইংরেজী কন্ডিশনে নিজেকে তৈরি করা!

না, আশরাফুল এখন জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছে তবে জাতীয় দলের জন্য বিবেচনার এবং তার কোন বাধা নেই। মোহাম্মদ আশরাফুল গত দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলতে পারলেও তার ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা এবং বিসিবি কোন দলকে বিবেচনা করা নিষেধাজ্ঞা কার্যকর করা হবে আজ থেকে সে নিষেধাজ্ঞা উঠে গেছে এই দিনটাতে পৌঁছাতে পেরে দারুন খুশি বাংলাদেশ সাবেক অধিনায়ক আশরাফুল তিনি বলেন, এখন বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টে পারফর্ম করে আবার জাতীয় দলে ফিরতে চান তিনি।

২০১৩ সালের জুন মাস এর আগের বিপিএল আসরের ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার কারণে প্রথম নিষিদ্ধ করা হয় আশরাফুলকে। পাশাপাশি আইসিসির দুর্নীতি ও অপরাধ দমন ইউনিট (এসিএসউই) এবং বিসিবি এই অভিযোগ সম্পর্কে তদন্ত করেছে। ২০১৪ সালের জানুয়ারিতে এসিএসউইউর তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে শুনানি শুরু হয় বিসিবির বিশেষ ট্রাইবুনাল। সেই বছর জুন মাসে আশরাফুলকে 8 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

 

তার পরে মাস আশরাফুল তার নিষেধাজ্ঞা বিরুদ্ধে আপিল আবেদন করতে হবে। তিনি আপিল এর শুনানির শেষ আশরাফুলের নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছর করা হয়। এর মধ্যে প্রথম তিন বছর তিনি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং পরের দুই বছর নিষিদ্ধ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিসিবি সব দল থেকে।

শেষ পর্যন্ত সব ধরনের নিষেধাজ্ঞা শেষ হলে আশরাফুল বললো, ‘এই সময়টার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করা হয়েছে এই দিনটা মাথায় রেখেই আমি কাজ করেছি এখন আমার কোথাও খেলা করতে বাধা নেই বিশেষ করে বিপিএল খেলা আমার জন্য বড় একটি উপকারী ব্যাপার হবে। পাঁচ বছর আগে এক অন্যায় করেছে, শেষ পর্যন্ত ঐ অপরাধীর সম্পূর্ণ শেষ হয়েছে। ‘

গত দুই বছরে আশরাফুল নিয়মিত ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লীগে খেলা হয়েছে। বিশেষ করে গত বছর ঢাকা লীগে ৫ টি সেঞ্চুরি করে আবার নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া হয়েছে। আশরাফুল বল্লেন, এই সময়ে তাকে যে সব মানুষ সমর্থন দিয়েছিলেন, । আমি এগিয়ে গেছি সব অন্যায় স্বীকার করার জন্য, বা অন্য কোন কারণ না হলে, এই সময়টাতে মানুষ আমাকে দারুণ সমর্থন করেছে। আর পরিবারের কথা তো বলার দরকার নেই তারা সবসময় আমার পাশে আছে বন্ধুরা এমনকি সাধারণ মানুষ আর মিডিয়ার দারুন সমর্থন পাওয়া যায়। লোকে বার বার জিজ্ঞেস করেছেন, আশরাফুল কবে ফিরবে, আশরাফুলকে দেখতে চাই এই কথাগুলো আমাকে টিকু ধরেছে। ‘

এই নিষেধাজ্ঞার সময় যে ট্রেনিং করা হয়েছে, তাকে উৎসাহ দেওয়া হয়েছে, এ জন্য আশরাফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অব্যাহতি প্রকাশ করেছেন, ‘ক্রিকেট বোর্ড আমাকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে দারুণ সমর্থন দিয়েছে যখন কোন খেলা অনুমতি ছিল না, তখন বিশেষ ব্যবস্থা আমার প্রশিক্ষণ চালু করার জন্য তারা অনুমতি দেওয়া হয় বোর্ডে আমি যখন গেছি বা কোথাও যখন বোর্ড সভাপতি সঙ্গে দেখা, তিনি উত্সাহ দিয়েছেন বোর্ডের সিইও সুজন ভাই (নিজামউদ্দিন চৌধুরী) খুব সাহায্য করেছেন সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাই। ‘

আশরাফুল এখন নিজেই জাতীয় দলে কল্পনা করছেন না তবে ভাল পারফরম্যান্স সেখানে আবার নিজের জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে, ‘আমার জন্য সুখবর আছে, এখন আমাকে বিবেচনা করা হবে। আমার এখন লক্ষ্য হল জাতীয় ক্রিকেট লীগের আগে নিজেকে পুরোপুরি তৈরি করা হয়েছে। এরপর বিপিএল-এ নিজের সেরা পারফরম্যান্সটা করা এগুলি সব নিয়মিত করতে পারলে জাতীয় দলের কথা ভাবা যাবে

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :