শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়।
স্পোটআপডেট ডেক্সঃ>>>>>>>
শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ তে জয় পেল সেলেকাওরা। অতিরিক্ত সময়ে গিয়ে গোলের দেখা পেল ব্রাজিল।
প্রতিপক্ষের রক্ষণ চিরে একের পর এক আক্রমণ। গোলমুখে মুহুর্মুহু শট। প্রতি আক্রমণে বিপক্ষ দলের রক্ষণ ছিন্নভিন্ন করে দেওয়া। মাঝমাঠ থেকে তেড়েফুঁড়ে উল্টোদিকের গোলপোস্টে ছুটে যাওয়া কিংবা লম্বা কোনো ক্রসে বিপক্ষ দলের খেলোয়াড়দের বিভ্রান্ত করে গোল দেওয়া…এসবের কিছুই হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচে।
মঙ্গলবার সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। তবে সেটা ম্যাচের শেষ মুহূর্তে যোগ হওয়া সময়ে আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে, নেইমারের অসাধারণ এক কর্নার কিক থেকে মিরান্ডার মাথা ছুঁয়ে পাওয়া গোলে। মোদ্দাকথা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যে আগুন ঝরার কথা ছিল তার কিছুই ছিল না সৌদি আরবের জেদ্দার স্টেডিয়ামে।
নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত কর্নার কিকে হেড করে জয়সূচক গোল করেন মিরান্দা।
আর্জেন্টিনার বিপক্ষে ৪১তম জয় পেল ব্রাজিল।
অপেক্ষার প্রহর শেষে রাত ১২টায় জেদ্দায় শুরু হয় ফুটবল মহারণ। খেলার শুরু থেকেই ফুটবলের ল্যাটিন ছন্দ উপভোগ করতে থাকে ফুটবল প্রেমীরা।
খেলার প্রথমার্ধে নেইমার, কুতিনহোরা কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে ঢুকে পরে। কিন্তু রোমেরোকে পরাস্ত করতে পারেনি তারা। প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে এসে ঝলসে ওঠে দিবালা ও ইয়াকার্দি। দিবালার কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
খেলার ৬৪ মিনিটের মাথায় অবৈধভাবে বল কেড়ে নিতে গেল রেফারির বাঁশি শুনতে হয় নেইমারকে। এ সময় হলুদকার্ড দেখতে হয় তাকে।
৯০ মিনিট পেরিয়ে গেলেও তখনও গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত সময়ে ব্রাজিল, আর্জেন্টিনাকে চেপে ধরে।
মেসিবিহীন আর্জেন্টিনার রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যস্ত হয়ে পরেন নেইমার, কুতিনহো।
অতিরিক্ত সময়ে কর্নায় পায় ব্রাজিল। ব্রাজিলের ৪র্থতম কর্নার কিক নেন নেইমার। নেইমারের বাঁকানো শটে মাথা ছোঁয়ান মিরান্দা। রোমেরোকে পাশ কাটিয়ে বল ঢুকে নীল-সাদাদের জালে।
বিজয়োল্লাসে মেতে উঠল সাম্বার দেশের সমর্থকরা ।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



