আইসিসি বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

স্পোর্টস ডেস্ক:>>> 

বাংলাদেশে এসেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বুধবার ( ১৭ অক্টোবর ) সকালে ঢাকায় এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। ঢাকায় আসার পর সেটি সরাসরি নিয়ে যাওয়া হয়েছে বিসিবিতে।

জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি।

স্বচক্ষে এই ট্রফিটি দেখার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও। ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি।

১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে বলে জানা গেছের।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :