অন্য রকম এক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিকুর রহিম।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪০ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার অন্য রকম এক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটে বেশ কটি প্রথমের সঙ্গে জড়িত মুশফিকুর রহিমের নাম। টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। উইকেটের পেছনে প্রথম ডাবল সেঞ্চুরি এলো তার হাত ঘুরে। ফরম্যাট অবশ্য ভিন্ন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসালের কীর্তি গড়েছেন মুশি।

দারুণ এই মাইলফলককে সামনে নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেন মুশফিক। মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে তার ডিসমিসালের সংখ্যা ছিল ১৯৭টি। ২৮ রানে জেতা প্রথম ওয়ানডেতে ১টি ডিসমিসাল করেছিলেন মুশফিক। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মোট তিনটি ডিসমিসাল করেছেন এই ৩১ বছর বয়সী। ১৯৪ ম্যাচে তার ডিসমিসালের সংখ্যা এখন ২০১টি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামে দু’দল। এই রেকর্ড গড়তে মাত্র দুইটি ডিসমিসালের অপেক্ষায় ছিলেন মুশফিক। দলের হয়ে প্রথম উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দীন। উইকেটকিপার মুশফিকের হাতে তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মাসাকাদজা। এরপর আরও দুইটি ক্যাচ ধরেন তিনি। ফলে এই ফরম্যাটে ১১তম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসাল করেছেন মুশফিক।

এই কীর্তি তার আগে গড়েছেন আরও ১০ জন। সবার ওপরে আছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার কুমার সাঙ্গাকারা। ৪০৪ ম্যাচে ৪০২টি ডিসমিসাল তার। ক্যাচ রয়েছে ৩৮৩ এবং স্ট্যাম্পিং ৯৯টি। মুশফিকের ২০১টি ডিসমিসাল ১৯৪ ম্যাচে। এই ২০১টি ডিসমিসালে ক্যাচ রয়েছে ১৫৯টি এবং স্ট্যাম্পিং রয়েছে ৪২টি।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :