ইমরুলকে বাদ দিয়ে ঢাকা টেস্টের দল ঘোষণা

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের শেষ ম্যাচের জন্য ইনজুরিতে আক্রান্ত ইমরুল কায়েসকে বাদ দিয়ে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিবিসি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষিত হয়।

ইমরুলের অনুপস্থিতিতে ঢাকা টেস্ট দিয়েই অভিষেকের অপেক্ষায় টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক। এদিকে সাইডস্ট্রেনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টেস্টেও মাঠের বাইরে থাকছেন তামিম ইকবাল।

বাংলাদেশ ১৩ সদস্যের দল: সাকিব আল হাসান,মুমিনুল হক, সৌম্য সরকার,সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :