সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান
বিশেষ প্রতিনিধি:
সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সোহেল পারভেজের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, সাংবাদিক জাবেদ হোসেন মামুন ,বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ উদ্দিন ভূঁঞা প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা চরসাহাভিকারী অানোয়ারা বিদ্যালয় ও আর এম হাট কে আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ২ সেট ফুটবল খেলার জার্সি প্রদান করা হয়।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



