টসে জিতে ফিল্ডিংয়ে স্মিথের কুমিল্লা
স্পোর্টস ডেস্ক:>>>
বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টসে হেরে আগে ব্যাটিং করতে নামবে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।
কুমিল্লার পক্ষে টস করতে নেমেছেন ডেভিড ওয়ার্নারের স্বদেশী স্টিভেন স্মিথ। আগেরদিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সুত্রে জানা গিয়েছিলো এবার আর তামিম ইকবাল নন, দলকে নেতৃত্ব দেবেন স্মিথই।
আসরের প্রথম দিনেও প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করেই ম্যাচ জিতেছিলো চিটাগং ভাইকিংস। সেই একই পরিকল্পনায় আজও টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা। স্মিথ ছাড়া তাদের দলে বাকি তিন বিদেশী খেলোয়াড় হলেন শহিদ আফ্রিদি, শোয়েব মালিক এবং এভিন লুইস।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



