টস জিতে ব্যাটিং নিল খুলনা
স্পোর্টস ডেস্ক:>>
ঢাকার প্রথম পর্ব শেষে আজ শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। চার দিনই সিলেটের খেলা থাকলেও সিলেট পর্বের শুরু হচ্ছে খুলনা টাইটানস ও রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে। সিলেট পর্বের প্রথম হাসিটা আপাতত টাইটানসদের মুখে। টসে জিতে ব্যাটিং নিয়েছে খুলনা।
প্রথম চার ম্যাচেই হেরে বসা খুলনার জন্য আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। আজ আরেকটি হার দলটিকে কার্যত বিপিএল থেকে ছিটকে দেবে। অন্যদিকে ৪ ম্যাচে ২ জয় আরও দুই দলের সমান ৪ পয়েন্ট পেয়েছে রাজশাহী। কিন্তু রানরেটে অনেক পিছিয়ে থাকায় আপাতত পাঁচে আছে রাজশাহী।
খুলনা টাইটানস: জুনায়েদ সিদ্দিক, ডেভিড মালান, মাহমুদউল্লাহ, কার্লোস ব্রাফেট, নাজমুল হোসেন, আরিফুল হক, জহুরুল ইসলাম, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান
রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, ইয়ংকার, জাকির হাসান, লরি ইভানস, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা, আরাফাত সানী, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



