এমএসএন-এর চেয়েও বার্সার বর্তমান এমএসডি ভয়ঙ্কর!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ এএম, ২০ জানুয়ারি ২০১৯

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। তিনজনে মিলে বার্সেলোনায় গড়ে তুলেছিলেন অবিশ্বাস্য এক আক্রমণ ত্রয়ী। আদ্যক্ষরের ভিত্তিতে বিশ্ব গণমাধ্যম বার্সার এই আক্রমণত্রয়ীর নাম দিয়েছিল-এমএসএন। মেসি, সুয়ারেজ, নেইমার। ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দেওয়ায় ভেঙে যায় বার্সেলোনার সেই ভয়ঙ্কর এমএসএন ত্রয়ী। ফুটবল বোদ্ধাদের অনেকেই তখন বলছিল, এমন অবিশ্বাস্য আক্রমণ ত্রিশূল আর পাবে না বার্সেলোনা! ভুল! সেদিন যারা ওই রায়ে পৌঁছেছিল, সেই তারাই এখন মুখে উচ্ছ্বাসের বান ফুটিয়ে বলছে এমএসএনের চেয়েও বেশি ভয়ঙ্কর বার্সেলোনার বর্তমান এমএসডি!
এমএসডির গোল পরিসংখ্যানই বোদ্ধাদের এখন এই রায়ে পৌঁছে দিয়েছে। এমএসডি মানে মেসি, সুয়ারেজ ও ডেম্বেলে। নেইমার চলে যাওয়ার পর তার বিকল্প হিসেবে চড়া দামে দুইজনকে কিনেছে বার্সেলোনা। ফিলিপে কুতিনহো ও উসমানে ডেম্বেলেকে কিনেছে মোট ৩০৭ মিলিয়ন ইউরোর চুক্তিতে! এর মধ্যে দুইজনের জন্য বার্সেলোনাকে নগদই গুণতে হয়েছে ২২৫ মিলিয়ন ইউরো। যা নেইমারকে বেচে পাওয়া ২২২ মিলিয়ন ইউরোর চেয়েও ৩ মিলিয়ন ইউরো বেশি।

যাই হোক, এই দুইজনের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুতিনহোকেই মনে করা হচ্ছিল নেইমারের যোগ্য উত্তরসূরি। নেইমারের স্বদেশিই শুধু নন, কুতিনহো তার খুব ভালো বন্ধুও। নেইমারের মতোই ব্রাজিলিয়ান ‘সাম্বা’র ছন্দ তার খেলায়। তা প্রথমে আসার পর কুতিনহো তার কারিশমা দেখাতেও শুরু করেছিলেন। লিভারপুল ছেড়ে ২০১৮ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার গত মৌসুমের বাকি সময়টা ন্যু-ক্যাম্পে দুর্দান্তই কাটিয়েছেন কুতিনহো।

বিপরীতে ন্যু-ক্যাম্পে প্রথম মৌসুমটি একদমই ভালো কাটেনি ফরাসি তরুণ উসমানে ডেম্বেলের। চোটের সঙ্গে লড়াই আর আস্থাহীনতাতেই প্রথম মৌসুমটি কেটেছে তার। বয়স কম বলে বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে ডেম্বেলের ওপর আস্থাই সেভাবে রাখেননি। বেশির ভাগ ম্যাচেই বসিয়ে রেখেছেন বেঞ্চে।

কিন্তু কোচ ভালভার্দের ওই সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা এবার প্রমাণ করে দিয়েছেন ডেম্বেলে। এ মৌসুমের শুরুর দিকেও অবশ্য ডেম্বেলের চেয়ে কুতিনহোর প্রতিই বেশি আস্থা রাখেন ভালভার্দে। কিন্তু কোচকে ভুল প্রমাণ করতে সময় নেননি ডেম্বেলে। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন দারুণভাবে। ধীরে ধীরে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন শুরুর একাদশে।
শুধু কি শুরুর একাদশে জায়গা পাকা করা? আক্রমণ ভাগে মেসি-সুয়ারেজের সঙ্গে ডেম্বেলে বোঝাপড়াটাও গড়ে তুলেছেন দারুণ। তিনজনে মিলে আবার সেই এমএসএন ত্রয়ীকেই মনে করিয়ে দিচ্ছেন। বার্সেলোনা যে ‘ট্রেবল’ জয়ের স্বপ্নের পথে দুর্বার গতিতে ছুটে চলেছে, তার মূলে এই এমএসডি ত্রয়ীই। বর্তমান বার্সেলোনায় এই আক্রমণ ত্রিফলার ভূমিকা কতটা সেটি একটি তথ্যেই স্পষ্ট। বার্সেলোনার করা সর্বশেষ ২০টি গোলের ১৯টিই এসেছে এমএসডি’র পা ছুঁয়ে!

মৌসুমের সবে মাত্র অর্ধেক। এরই মধ্যে এমএসডি ত্রয়ীর গোল সংখ্যা ৫০টি। মেসি ২৪টি, সুয়ারেজ ১৪টি ও ডেম্বেলে করেছেন ১২টি। অবিশ্বাস্য এই ফর্ম বাকি সময়টুকুতে ধরে রাখতে পারলে নিশ্চিতভাবেই মৌসুম শেষে এমএসডি ত্রয়ী করে ফেলতে পারবেন গোলের সেঞ্চুরি। সেটি হলে এমএসডি গড়ে ফেলবেন অবিশ্বাস্য এক রেকর্ড। কারণ, ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের কোনো আক্রমণ ত্রয়ীই এক মৌসুমে ১০০ গোল কখনো করতে পারেননি!

মেসি, সুয়ারেজ, ডেম্বেলে মিলে পারবেন অনন্য এই রেকর্ডটি গড়তে?

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :