লিটন-আফিফের ব্যাটে উড়ন্ত সূচনা সিলেটের

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার :>>>

বিপিএলের ৩১তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে সিলেট সিক্সার্স। দুর্দান্ত শুরু এনে দিয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন। খুলনা টাইটানস বোলারদের ওপর রীতিমতো তোপ দাগাচ্ছেন তারা। প্রথম পাওয়ার প্লে (৬ ওভার) শেষ বিনা উইকেটে ৬১ রান করেছে ‘চায়ের দেশ’। লিটন ২৮ ও আফিফ ২৯ রান নিয়ে ব্যাট করছেন।

বাকি সব ম্যাচ জিতে শেষ চারে খেলা নিশ্চিত করতে মরিয়া সিলেট সিক্সার্স। সেই লক্ষ্যে খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেন দলটির অধিনায়ক অলক কাপালি। ফলে প্রথমে বোলিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। এ লড়াইয়ে দুই দলেরই একাদশ অপরিবর্তিত আছে।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় কোয়ালিফায়ারের আশা শেষ হয়ে গেছে খুলনার। তবে শেষ চারে খেলার স্বপ্ন আছে সিলেটের। এজন্য এটিসহ আসছে সব ম্যাচেই জিততে হবে তাদের।

সিলেট সিক্সার্স একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, জেসন রয়, আফিফ হোসেন, নিকোলাস পুরান, নাবিল সামাদ, অলক কাপালি (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভীর ও এবাদাত হোসেন।

খুলনা টাইটানস একাদশ: আল-আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড উইজ, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান ও শুভাশিস রায়।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :