চট্টগ্রাম অনুর্ধ ১৪ বিভাগীয় ক্রিকেট দলে ফেনীর ৩ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক :>>>
চট্টগ্রাম অনুর্ধ ১৪ বিভাগীয় ক্রিকেট দলে ফেনীর তিন খুদে খেলোয়াড়। ফেনী জেলা দলের অনুর্ধ ১৪ দলের অধিনায়ক সম্রাট, শাহরিয়ার, মারুফ চট্টগ্রাম বিভাগীয় দলে জায়গা করে নিয়েছে। এর আগে ফেনী জেলা দলের হয়ে দারুণ পারফরমেন্স করে ৬ জন প্রাথমিক দলে ডাক পায়। এরপর সিলেকশন ক্যাম্প ও স্কিল ক্যাম্পে তিনজন ডাক পেয়ে বিভাগীয় দলে স্থান করে নেয়। খুলনায় চট্টগ্রাম বিভাগীয় দল ঢাকা মেট্রো , ঢাকা সাউথ,বরিশাল,রংপুরের মুখামুখি হবে।
জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন বলেন,তিনজন ভালো খেলে বিভাগীয় দলে জায়গা করে নিয়েছে এবং তারা খুব পরিশ্রম করছে তার ফলাফল দলে জায়গা পাওয়া।বিভাগীয় দলে ভালো করতে পারলে অনুর্ধ ১৫ চ্যালেন্জার সিরিজে ডাক পাবে।জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আমির হোসেন বাহার তিনজন বিভাগীয় দলে জায়গা করে নেয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



