সিরিজ জয়ের লড়াই কাল
স্পোর্টস ডেস্ক>>
তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। কলম্বোতে রবিবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশে।
ধারণা করা হচ্ছে, আগের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ম্যানেজমেন্ট।
তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকারই। সাব্বির রহমান ব্যাট করবেন তিন নম্বরে। একাদশে থাকছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফির সঙ্গে তাসকিন ও মোস্তাফিজুর রহমান। গত ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। গত দুই ম্যাচে মোটামুটি ভালোই বল করেছেন মাশরাফি। তবে প্রচুর রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে ওভার প্রতি সাড়ে সাত করে রান দেন কাটার বয়।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



