টনটনের ছোট মাঠ দুশ্চিন্তায় মাশরাফি

উইন্ডিজ ক্রিকেট মানেই যে হার্ডহিটিং। একের পর এক তান্ডব দেখাতে প্রস্তুত থাকে উইন্ডিজের ব্যাটসম্যানরা। তবে উইন্ডিজের বিপক্ষে এবার বাংলাদেশ দল নামতে যাচ্ছে টনটন স্টেডিয়ামে।
এই ম্যাচটি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় অধিনায়ক মাশরাফি। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটি হবে টনটন কাউন্টি গ্রাউন্ডে। টনটন অপেক্ষাকৃত ছোট মাঠ। এই মাঠে সহজেই চার ছক্কা পেয়ে যায় ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে বেশ কয়েকজন মারকুটে ব্যাটসম্যান। তারা স্ট্রোক খেলতে পছন্দ করেন।
তবে হার্ডহিটার ব্যাটসম্যানে ঠাসা উইন্ডিজ দলটিকে সমীহ করছেন না মাশরাফি। তবে তাদের বিপক্ষে জয় পাওয়াটা একটু কঠিন হবে বলে মনে করেন তিনি। এই ম্যাচে বাড়তি সুবিধা পাবে হার্ডহিটাররা।
মঙ্গলবার ব্রিস্টলে ম্যাচ বাতিল হওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফি যোগ বলেন, ‘টনটন খুব ছোট মাঠ। আর সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু কঠিন লড়াই করার বিকল্প নেই আমাদের হাতে।’
এদিকে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান ভুগছেন ঊরুর ইনজুরিতে। উইন্ডিজ ম্যাচের আগে সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। সাকিব দলে থাকলে বাড়তি সুবিধা পায় বাংলাদেশ। সাকিব স্ট্রোক খেলতে পছন্দ করেন। এই ভেন্যুতে বাড়তি সুবিধা পেতেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাশরাফি মনে করছেন সাকিবের খেলা নিয়ে যে শঙ্কা সেটি উইন্ডিজ ম্যাচের আগে দূর হয়ে যাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ফলে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের। ফলে পরবর্তী সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই উইন্ডিজকেও হালকা ভাবে নেয়ার সুযোগ নেই।
জিএসনিউজ/এমএইচএম/এএওয়াই
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com