ম্যানচেস্টার হামলার প্রভাব পড়েছে স্পোর্টস এ
স্পোর্টস ডেস্ক:>>>>
ম্যানচেস্টার হামলার পর ইংল্যান্ডের স্পোর্টিং ইভেন্টগুলোতে প্রভাব পড়েছে ব্যেপক ভাবে। ফলে নিরাপত্তা অবস্থা যাচাইয়ে কাজ করে যাচ্ছে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজকরা। বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই বোমা হামলায় নিহত হয়েছেন ২২ জন। এরপরই নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে কাজ করছে স্থানীয় আয়োজকরা।
ম্যানচেস্টারে আয়োজিত ম্যারাথন দৌড়ের নামজাদা ইভেন্ট গ্রেট ম্যানচেস্টার রান অনুষ্ঠিত হওয়ার কথা রবিবার। তবে ম্যানচেস্টারের ঘটনায় এ নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটা সিদ্ধান্ত হওয়ার কথা। ফলে ইভেন্টটি হওয়া নিয়ে একপ্রকার সংশয় রয়েছে। সংশয় থাকারই কথা, কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে জঙ্গি হামলার আশঙ্কা সর্বোচ্চ মাত্রাতে রয়েছে বলেই জানিয়েছেন। যার মানে হলো, যে কোনও সময় পরবর্তী হামলা হতে পারে।
এই অবস্থায় মঙ্গলবার নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সের মুখোমুখি হওয়ার কথা ম্যানইউর। শোকাবহ ঘটনায় এই ম্যাচে কালো আর্ম ব্যান্ড পড়েই মাঠে নামবে রুনিরা। এছাড়া অনুশীলনে এক মিনিট নীরবতা পালন করেন এর খেলোয়াড়রা।
এছাড়া এই সপ্তাহেই হওয়ার কথা এফএ কাপ ফাইনাল ও ইএফএল প্লে-অফ ও পিজিএ চ্যাম্পিয়নশিপ। আর ইউরোপা লিগের ফাইনালকে ঘিরে উয়েফা জানিয়েছে, মাঠে এক মিনিট নীরবতা পালন করা হবে মাঠে। এমনকি আনুষ্ঠানের বাড়তি মাত্রাতেও বৈচিত্র কমিয়ে আনা হবে। তারা আরও জানিয়েছে আপাতত এই ফাইনালকে নিয়ে জঙ্গি হামলার কোনও গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। তাই নিরাপত্তা জোরদার করেই ম্যাচটি শেষ করা হবে।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



