বার্সেলোনার জন্য আরেকটি দুঃসংবাদ!
স্টাফ রির্পোটার:>>>
গত দুই মৌসুম ধরে প্রত্যাশিত শিরোপাগুলোর কাছেও যাওয়া হচ্ছে না। সেই আক্ষেপ ঘুচানোর মিশন নিয়ে নতুন মৌসুম শুরু করার আগেই হারাতে হলো দলের অন্যতম সেরা ফুটবলার নেইমারকে। বিষয়টা বেশ ভোগাচ্ছে বার্সেলোনাকে। বার্সেলোনার ভোগান্তি বাড়িয়ে দিতে যোগ হলো লুইস সুয়ারেজের চোট।
নেইমারকে ছাড়া এমনিতেই বেসুরো হারমনিয়াম হয়ে পড়েছে বার্সেলোনার আক্রমনভাগ। লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি দারুণই খেলছেন। কিন্তু বাঁ-প্রান্ত থেকে বলের যোগান পাচ্ছেন না তারা। সামনের ম্যাচগুলোতে সেই শূণ্যতা আরো বাড়তে পারে।
গতরাতে উয়েফা সুপার কাপের দ্বিতীয় লেগে রিয়ালের মাঠে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। যাতে দুই লেগ মিলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে সুপার কাপ জিতেছে রিয়াল। দ্বিতীয় লেগের ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন লুইস সুয়ারেজ। ফলে বার্সেলোনার পরের ম্যাচে সুয়ারেজ খেলতে পারবেন কিনা সন্দেহ।
লিগের প্রথম ম্যাচ খেলতে রোববার মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল বেটিস। সুয়ারেজের চোটের অবস্থা সম্পর্কে অবশ্য এখনো পুরো নিশ্চিত হতে পারেনি বার্সেলোনা। অর্থাৎ সুয়ারেজের চোটের মাত্রা কতটা সেটা বুঝা যায়নি। তবে বেটিসের বিপক্ষে সুয়ারেজকে না পাওয়ার সম্ভাবনাই প্রবল।
আজ সুয়ারেজের চোটের পরীক্ষা করা হবে। তখন পরিষ্কার হবে কতটা গুরুতর উরুগুয়ান স্ট্রাইকারের চোট। রোববার মাঠে নামতে পারবেন কিনা। তবে যদি শেষ পর্যন্ত মাঠে নাই নামতে পারেন, সেটা বার্সেলোনার জন্য বড় দুঃসংবদাই।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



