রিভার্স সুইং নিয়ে প্রস্তুত পেসাররা

স্টাফ রির্পোটার:>>>
তিন ধরনের বল দিয়ে অনুশীলন করছেন তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও স্কোয়াডের বাইরে থাকা রুবেল হোসেন। কখনও নতুন বল, কখনো পুরানো বলে নেটে বল করছেন। আগে থেকেই তৈরি রাখা বলে অনুশীলন করছেন রিভার্স সুইং।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানান নিজেদের প্রস্তুতি নিয়ে।
“অস্ট্রেলিয়ার পেসারদের তুলনায় আমরা পিছিয়ে। তবে অনুশীলন করতে করতে আমরা এখন আগের চেয়ে ভালো। আমরা একেক সেশনে একেক রকম বল নিয়ে অনুশীলন করছি। রিভার্স সুইং বলেন, প্রথাগত সুইং বলেন, সব কিছু নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, আগে যা পারিনি এখন আমরা তা করতে পারবো।”
জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ডে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণে সমীহ করছেন তাসকিন। তবে নিজেদেরও খুব একটা পিছিয়ে রাখছেন না তারা।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com