বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোনালদো, মেসি, নেইমার

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

স্পোর্টস ডেস্ক:>>>>>

ফিফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। অনুমিতভাবেই এই তালিকায় স্থান পেয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সেলোনার লিওনেল মেসি ও পিএসজির নেইমার।

ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর গত বছর প্রথম ফিফা বর্ষসেরার পুরস্কার জেতেন রোনালদো। মেসি দ্বিতীয় ও অ্যাতলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজম্যান তৃতীয় হন। গতবার চতুর্থ স্থানে থাকা নেইমার এবার জায়গা পেয়েছেন সেরা তিনে।

রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো রোনালদো এবারো ফেভারিট। এর আগে ২০০৮ সালে ফিফা বর্ষসেরা ও চারবার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন ‘সিআর সেভেন’। অন্যদিকে বার্সার আর্জেন্টাইন সুপারস্টার মেসি ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার।

নারীদের সংক্ষিপ্ত তালিকায় এবারো রয়েছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড।

চেলসিকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো আন্তোনিও কন্তে বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কারে ফেভারিট। তার প্রতিদ্বন্দ্বী রিয়ালের জিনেদিন জিদান ও জুভেন্টাসে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

আগামী ২৩ অক্টোবর লন্ডনে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :