প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

স্পোর্টস ডেস্ক:>>>>>

সফরকারী বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ওপেনিং ব্যাটসম্যান এইডেন মারক্রমের।

একইসঙ্গে ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন ওয়েন পারনেল। আর ইনজুরির কারণে ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস ও ডেল স্টেইন বাদ পড়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট।
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :