এ কেমন পরাজয় টাইগারদের!
স্পোর্টস ডেস্ক:>>>
মুশফিকের সেঞ্চুরিতে অনেকখানি মাইলফলক অতিক্রম করেছিল টাইগাররা। চরম ব্যাটিং ব্যর্থতায় টেস্টে ভরাডুবির পর ব্যাটসম্যানদের কল্যাণে প্রথম ওয়ানডেতে ২৭৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। এতে দেশের কোটি ক্রিকেটপ্রেমী স্বপ্ন দেখেছিলেন, এবার ঘুরে দাঁড়াবে টাইগাররা। সাফল্য এনে দেবেন বোলাররা। তবে আশায় গুঁড়েবালি।
একেবারে নির্বিষ বোলিং করেছেন বাংলাদেশ বোলাররা। এর পুরো ফায়দা লুটছেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা-কুইন্টন ডি কক। তাদের ব্যাটে ছুটে রানের ফোয়ারায়। এ যেন রান-উৎসব। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে দেশের হয়ে সেরা উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন আমলা ও ডি কক। দুজনের জুটি ছিল ২৭৮ রান । এর আগে উদ্বোধনী জুটিতে প্রোটিয়াদের রেকর্ড ছিল গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের। ২০০২ সালে বেনোনিতে ১৫৫ রানের জুটি গড়েন তারা।
বাংলাদেশের ২৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪২ ওভার ৫ বলে ২৮২ রান করে। ফলে দক্ষিণ আফ্রিকার জয়টি আসে ১০ উইকেটের। দলের হয়ে কুইন্টন ডি কক ১৪৫ বলে ১৬৮ রান। হাশিম আমলা ১১২* বলে ১১০* রান করেন।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৮/৭। মুশফিকুর রহিম ১১০*, সাইফউদ্দিন ১৬, নাসির হোসেন ১১, সাব্বির রহমান ১৯, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২৯, লিটন দাস ২১, ইমরুল কায়েস ৩১।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



