মুশফিককে পেয়ে রোমাঞ্চিত স্যামি

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩১ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

অনলাইন ডেস্ক :>>>>

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে মুশফিকুর রহিম দিয়েছিলেন বরিশাল বুলসের নেতৃত্ব। এই আসরে বরিশালের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে রাজশাহী কিংসে নাম লেখান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। গত আসরে এই দলটির নেতৃত্বে ছিলেন ড্যারেন স্যামি। তার নেতৃত্বে সাদামাটা দল নিয়েও ফাইনালে খেলেছিল রাজশাহী। এবার মুশফিক যোগ হওয়াতে শক্তি অনেকটাই বেড়েছে দলটির। এই আসরেও অধিনায়কত্বের দায়িত্বে থাকা স্যামি এই ব্যাটসম্যানকে দলে পেয়ে রোমাঞ্চিত।

শুক্রবার জার্সি উন্মোচন করেছে রাজশাহী। সিলেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষের ওই অনুষ্ঠানে মুশফিক প্রসঙ্গে স্যামির বক্তব্য, ‘আমাকে নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। গতবার আমরা ফাইনালে গিয়েছিলাম, সেই দলের অনেকেই এবার আছে। আর এবার আমরা আরও বেশি রোমাঞ্চিত, বিশেষ করে মুশফিককে পেয়ে।’ সঙ্গে যোগ করলেন, ‘সে দারুণ খেলোয়াড়, বিশেষ করে নেতৃত্বের ব্যাপারে। অধিনায়ক কে, সেটা বড় কথা নয়। আমার মনে হয় স্টাম্পের পেছন থেকে সে দলকে আরও বেশি অনুপ্রাণিত করতে পারব, বিশেষ করে তরুণদের।’

লেন্ডল সিমন্স ও লুক রাইটের মতো ক্রিকেটারদের পেয়ে দারুণ খুশি স্যামি, “লেন্ডল সিমন্স ও লুক রাইটকে আমরা পেয়েছি। পাওয়ার প্লে’র প্রথম ৩-৪ ওভারে ওরা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কয়েকজন ভালো তরুণ বাঁহাতি স্পিনার আছে, দলটা অনেকটা বাংলাদেশের মতোই। দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ চোটে, কিন্তু তারপরও দল নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”

স্যামির পাশেই ছিলেন মুশফিক। খুব মনোযোগ দিয়ে শুনছিলেন ক্যারিবিয়ান এই তারকার কথা। স্যামির কথা শেষেই সংবাদমাধ্যমকে দল নিয়ে জানালেন তার অনুভূতির কথা, ‘এই বছর আমি রাজশাহীর হয়ে খেলছি। দলটি অন্যরকম ভারসাম্যপূর্ণ। ড্যারেন স্যামির মতো একজন খেলোয়াড় আমাদের দলে আছে। তার কাছ থেকে আমাদের তো বটেই, তরুণদেরও অনেক কিছু শেখার আছে। উইকেটরক্ষক আর সহ-অধিনায়ক হিসেবে অবদান রাখার চেষ্টা করব।’

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :