ব্যাটিং বিপর্যয় খুলনার : রানের পাহাড়ে ডায়নামাইটস

স্টাফ রিপোর্টার:>>>>
প্রথম মাচে পরাজয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান কথা দিয়েছিলেন ঘুরে দাড়ানোর। ঠিক পরদিনই কথা রাখলো তার দল। সিলেটে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রানের পাহাড়ে চড়েছে ঢাকা ডায়নামাইটস। আগে ব্যাট করে ৭ উইকেটে ২০২ রান তুলেছে তারা। আর বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা খুলনা টাইটান্স।
ঢাকার ইনিংস গড়ায় প্রধান ভুমিকা ছিলো দুই বিদেশীর। দ্বিতীয় উইকেটে এভিন লুইস ও ক্যামেরন ডেলপোর্টের ১১৬ রানের জুটি দলটিকে বড় রানের ভিত্তি গড়ে দেয়। লুইস ৪০ বলে ৬৬ রান করার পথে মেরেছেন ৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারি। আর দক্ষিণ আফ্রিকান ডেলপোর্ট ছিলেন আরো বিধ্বংসী। ৩১ বলের ইনিংসে ৪ বাউন্ডারি আর ৫ ওভার বাউন্ডারিতে তিনি করেছেন ৬৪ রান।
২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ রানের মধ্যে দুই উইকেট ও এরপর দলীয় ৪৩ রানে তৃতীয় উইকেট হারায়।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com